আজ থেকে সাংসদীয় কাজে ফিরবেন নুসরত

আজ থেকে সাংসদীয় কাজে ফিরবেন নুসরত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সাংসদীয়

আজ থেকে সাংসদীয় কাজে ফিরবেন নুসরত । গত ২৬ অগাস্ট সব বিতর্ক, সব চোখরাঙানি উপেক্ষা করে মা করে মা হয়েছেন নুসরত জাহান। পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। ছেলের নাম রাখেন ঈশান।নিজের বিয়েকে লিভ ইন সম্পর্ক তকমা দেওয়া থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়া,বারবার বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। কে তাঁর ছেলের বাবা এই প্রশ্নেই সরগরম হয়েছে নেটদুনিয়া।

 

এত কটাক্ষের মাঝেও নিজেকে পজিটিভ রেখেছেন সাংসদ -নায়িকা। বিনোদন হোক কিংবা রাজনীতি, উভয় ক্ষেত্রেই ময়দানে নেমে খুব শীঘ্রই তিনি যে দারুণ ব্যাটিং করবেন,তা বোঝাই যাচ্ছে। মা হওয়ার ঠিক ১২ দিনের মাথায়, শহরের একটি স্যালোঁ উদ্বোধন করেন নুসরত জাহান। মা হওয়ার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। কথা বলেন ছেলে ঈশান ও প্রেমিক যশ দাশগুপ্তকে নিয়েও। শুধু তাই না। বিজ্ঞাপনের শ্যুটিং, ফটোশ্যুট ও অন্যান্য কাজও করছেন একেবারে পুরোদস্তুর। আর সেই প্রমাণ মেলে তাঁর সোশ্যাল পেজে চোখ রাখলেই।

 

আর ও  পড়ুন  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সতর্কতা জারি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর

 

তবে শুধু নায়িকা হিসাবে না, এবার কাজে ফিরছেন সাংসদ নুসরত জাহান। শনিবার নিজের সংসদীয় এলাকা বসিরহাটে যাবেন তিনি। এদিনই অন্যান্য কর্মসূচীর সঙ্গে তিনি সারবেন হিঙ্গলগঞ্জ কলেজে, গভর্নিং বডির মিটিং। সাংবাদিক দের মুখোমুখি হয়ে এর আগে নুসরত জানিয়েছিলেন, ছেলেকে সামলাতে গিয়ে রাতে একেবারেই ঘুম হচ্ছে না তাঁর। কিন্তু মাতৃত্ব উপভোগ করছেন তিনি, নিজেকে মানিয়ে নিচ্ছেন একটু একটু করে। তাই এই মুহূর্তে ছবির শ্যুটিং শুরু করবেন না। বরং ছোট ছোট কাজ শুরু করবেন তিনি। এমনকী সাংসদীয় কাজেও ফিরবেন তিনি।

 

চলতি বছরের শুরুতেই প্রকাশ্যে আসে যশ-নুসরতের প্রেমের গুঞ্জন। ‘বিবাহিতা’ নুসরতের সঙ্গে যশের প্রেম ও সহবাস নিয়ে টলিপাড়ায় চর্চার শেষ ছিল না। তবে জুন মাসে এক বিবৃতি দিয়ে নুসরত জানান, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে ‘অবৈধ’। সেই সম্পর্ককে সহবাসের নাম দিয়ে তিনি জানান, বহু আগেই সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। নুসরতের সন্তানের পিতৃত্ব আগেই অস্বীকার করেছেন নিখিল। আপাতত যশ এবং আমি দারুন সময় কাটাচ্ছি। মাতৃত্ব উপভোগ করছি পুরোদমে।” মা হওয়ার পর প্রথম জনসমক্ষে এমনটাই জানিয়েছিলেন নুসরত জাহান

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top