সাংসদের হস্তক্ষেপে উচ্ছেদ রদ। সংসদের তত্ত্বাবধানে উচ্ছেদের হাত থেকে রক্ষা পেলেন প্রায় ৫০০ জন স্টেশনের মিষ্টি বিক্রেতা। বর্ধমান স্টেশন পূর্ব রেলের গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে অন্যতম। বর্ধমান স্টেশন প্রচুর সংখ্যা মানুষ প্রতিদিন প্রতিনিয়ত বর্ধমান স্টেশনে যাতায়াত করেন,মানুষের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত বর্ধমান স্টেশন চত্বরে হকারের সংখ্যা বেড়েছে। সেই রকম বর্ধমান স্টেশনে ভেতরে ঠেলাগাড়ি করে সীতাভোগ মিহিদানা বিক্রি করেন প্রায় ৫০০ জন হকার।
বৃহস্পতিবার রাতে তাদের উচ্ছেদের জন্য উপস্থিত হয় রেল পুলিশ। সেই সময় হকাররা বিজেপি নেতা খোকন সেনকে জানান। বিজেপি নেতা খোকন সেন তৎক্ষনাৎ ফোন করেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরেন্দার জিৎ সিং আলুওয়ালিয়া কে । সংসদ ফোন মারফত জানিয়ে দেন উচ্ছেদ করা যাবে না। তারপরেই চলে যায় রেল পুলিশ। সংসদের এই কর্মকান্ডের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন স্টেশনে থাকা প্রায় ৫০০ জন সীতাভোগ মিহিদানা বিক্রেতা।
আরও পড়ুন – তৃণমূলের জনসভায় মহিলাদের উপস্থিতি কম, লক্ষ্মীর ভান্ডার বন্ধের নিদান!
উল্লেখ্য, সংসদের তত্ত্বাবধানে উচ্ছেদের হাত থেকে রক্ষা পেলেন প্রায় ৫০০ জন স্টেশনের মিষ্টি বিক্রেতা। বর্ধমান স্টেশন পূর্ব রেলের গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে অন্যতম। বর্ধমান স্টেশন প্রচুর সংখ্যা মানুষ প্রতিদিন প্রতিনিয়ত বর্ধমান স্টেশনে যাতায়াত করেন,মানুষের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত বর্ধমান স্টেশন চত্বরে হকারের সংখ্যা বেড়েছে। সেই রকম বর্ধমান স্টেশনে ভেতরে ঠেলাগাড়ি করে সীতাভোগ মিহিদানা বিক্রি করেন প্রায় ৫০০ জন হকার। বৃহস্পতিবার রাতে তাদের উচ্ছেদের জন্য উপস্থিত হয় রেল পুলিশ।
সেই সময় হকাররা বিজেপি নেতা খোকন সেনকে জানান। বিজেপি নেতা খোকন সেন তৎক্ষনাৎ ফোন করেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরেন্দার জিৎ সিং আলুওয়ালিয়া কে । সংসদ ফোন মারফত জানিয়ে দেন উচ্ছেদ করা যাবে না। তারপরেই চলে যায় রেল পুলিশ। সংসদের এই কর্মকান্ডের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন স্টেশনে থাকা প্রায় ৫০০ জন সীতাভোগ মিহিদানা বিক্রেতা।