সাংসদ আসাউদ্দিন ওয়েসির পূর্ব পুরুষ কারা !

সাংসদ আসাউদ্দিন ওয়েসির পূর্ব পুরুষ কারা !

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সাংসদ আসাউদ্দিন ওয়েসির পূর্ব পুরুষ কারা ! হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েসী বলেছিল তাদের পুর্বজ নাকি ৮০০ বছর ভারত শাসন করেছে! আসুন ওর পুর্বপুরুষদের নামগুলো জেনে নেওয়া যাক – আসাদউদ্দিন ওয়েসীর পিতার নাম-সুলতান সালাউদ্দিন ওয়েসী, তার পিতার নাম-আব্দুল ওয়াহিদ ওয়েসী, ‘ হিন্দু ব্রাম্মণ থেকে ধর্মান্তরিত মুসলিম’,। তার পিতার নাম ‘তুলসী রাম দাস’ যিনি নিষ্ঠাবান ‘ব্রাহ্মণ’ ছিলেন এবং প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন।

 

তৎকালীন হায়দ্রাবাদের সুলতান, নিজামের পরিবার পরম্পরার বৃদ্ধ তুলসীরামকে ধর্মান্তরিত হওয়ার জন্য লোভ এবং ভয় দেখাতে থাকে। ফলে তুলসীরামের যুবক পুত্র ধর্মান্তরিত হতে বাধ্য হয় এবং তার নাম হয় আবদুল ওয়াহিদ ওয়েসী এবং প্রচুর ধনসম্পদের মালিক হয়। অর্থাৎ আসাদউদ্দিন ওয়েসীর বংশ তালিকা এই রকম দাড়াচ্ছে — তুলসীরাম (ব্রাহ্মণ) । আব্দুল ওয়াহিদ ওয়েসী ( ধর্মান্তরিত) । সুলতান সালাউদ্দিন ওয়েসী ।

আরও পড়ুন – শীত পড়তেই হরিশচন্দ্রপুরে আবারও শেয়ালের হামলা,জখম ৫

আসাদউদ্দিন ওয়েসী। বিশ্বাস না হলে বর্তমান ইন্টারনেটের যুগ। ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন। এখন দুটি প্রশ্ন — প্রথমত: অনেকেই বলেন যে উচ্চবর্ণের হিন্দুদের অত্যাচারে নিম্নবর্ণের হিন্দুরা ধর্মান্তরিত হয়েছিল। তাহলে এই ব্রাহ্মণ ধর্মান্তরিত কেন হলো? দ্বিয়ত: অর্থের লোভে অথবা হুরীর লোভে অথবা তরবারির ভয়ে কি কারণে ওয়েসীর পুর্বজ ধর্মান্তরিত হয়েছিল ? আপনারাই বলুন !

 

ভাবতে অবাক লাগে যে যেখানে এদের পুর্বপুরুষ বিদেশী বিধর্মীদের দ্বারা অকথ্য অত্যাচারে অত্যাচারিত হয়ে ধর্ম সংস্কৃতি ত্যাগ করেছিল সেখানে এরা সেই ইতিহাস বেমালুম ভুলে গিয়ে পুর্বপুরুষের ধর্মের বিরোধীতায় মগ্ন ! ওয়েসিকে ভারতে সবথেকে বড় হিন্দুবিরোধী মনে করা হ য়ে থথাকে !তিনি সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট। হায়দ্রাবাদ থেকে তিনি চারবার আইনসভার নিম্নকক্ষ লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। ১৫তম লোকসভায় শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য ২০১৪ সালে তিনি সংসদ রত্ন পুরস্কার লাভ করেন।

 

উল্লেখ্য, সাংসদ আসাউদ্দিন ওয়েসির পূর্ব পুরুষ কারা ! হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েসী বলেছিল তাদের পুর্বজ নাকি ৮০০ বছর ভারত শাসন করেছে! আসুন ওর পুর্বপুরুষদের নামগুলো জেনে নেওয়া যাক – আসাদউদ্দিন ওয়েসীর পিতার নাম-সুলতান সালাউদ্দিন ওয়েসী, তার পিতার নাম-আব্দুল ওয়াহিদ ওয়েসী, ‘ হিন্দু ব্রাম্মণ থেকে ধর্মান্তরিত মুসলিম’,। তার পিতার নাম ‘তুলসী রাম দাস’ যিনি নিষ্ঠাবান ‘ব্রাহ্মণ’ ছিলেন এবং প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top