নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া, ২৪ শে মে : সাংসদ হিসেবে জয়ী হওয়ার ঠিক পরদিনই নিজে রক্তদানের মধ্য দিয়ে জন সেবায় ব্রতী হলেন ডাঃ সুভাষ সরকার। পাশাপাশি, তার দল বিজেপির কর্মী,সমর্থক ও অনুরাগীরাও এদিন রক্তদান করেন।একদিকে, দাবদাহের প্রকোপ, অন্যদিকে ভোটের মরসুম, এই দুইয়ের যাঁতাকলে পড়ে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি চলছিল পুরোদমে! থ্যালাসেমিয়াতে আক্রান্ত শিশুরাও রক্তের সঙ্কটে পড়ায় তাদেরও প্রাণ সংশয়ের আশঙ্কা ছিল।এই অবস্থায় রক্তের সমস্যা মেটাতে এগিয়ে এলেন বাঁকুড়ার নব নির্বাচিত সাংসদ ডাঃসুভাষ সরকার। নিজে চিকিৎসক হওয়াতে তিনি রক্তের সঙ্কট রোগীদের কতটা বিপদে ফেলতে পারে তা তিনি উপলব্ধি করেই এই কর্মসুচী নিয়েছেন।পাশাপাশি, গরমে রক্তদান নিয়ে মানুষের মধ্যে যে অহেতুক ভীতি রয়েছে তা দূর করে তাদের রক্তদানে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
সাংসদ হিসেবে জয়ী হওয়ার ঠিক পরদিনই জন সেবায় ব্রতী হলেন ডাঃ সুভাষ সরকার
সাংসদ হিসেবে জয়ী হওয়ার ঠিক পরদিনই জন সেবায় ব্রতী হলেন ডাঃ সুভাষ সরকার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram