সাইকেলে ভর করেই সমাজ সচেতনতার বার্তা নিয়ে বিশ্ব জয়ের পথে!

সাইকেলে ভর করেই সমাজ সচেতনতার বার্তা নিয়ে বিশ্ব জয়ের পথে!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুর্শিদাবাদ- একটা সাইকেল, মনে প্রচন্ড সাহস, সঙ্গে একগুচ্ছ সমাজ সচেতনতার বার্তা নিয়ে বিশ্ব জয়ের পথে মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা প্রসেনজিৎ দাস ওরফে জোজো কুমার। সাইকেলে ভর করেই দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই সফর শেষ করেছে জোজো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি সম্প্রতি বাকুড়ার শুশুনিয়া  পাহাড়ে এসে পৌঁছালো জোজো। দূষণমুক্ত পরিবেশ, বিশ্বজুড়ে বৃক্ষরোপন, রক্তদান সহ একাধিক সমাজ সচেতনতার বার্তা নিয়ে  তার এই যাত্রা।



ছোট থেকে সাইকেলের প্রতি আলাদা এক ভালোবাসা প্রসেনজিতের, যখনই সুযোগ পেতো সাইকেল নিয়েই ছুট দিত। হয়তো তখনই বোনা হয়ে গিয়েছিল আজকের স্বপ্ন। তাই একটু বড় হতেই জেলা ছাড়িয়ে রাজ্যে এবং রাজ্য ছাড়িয়ে বিভিন্ন দেশের দিকে রওনা দিতে চলেছে লালগোলার বাসস্ট্যান্ড এলাকার সকলের প্রিয় জোজো কুমার।



২০১৯ সালে সাইকেল চালিয়ে তেপান্তরের পথে নাম দিয়ে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিল সে। মোট ২২৮ দিনে ১৬ হাজার ১০০ কিমির পথ পেরিয়ে ভারত জয় করে ঘরে ফিরেছিল। ২০২৩ সালে প্লাস্টিক বর্জনের প্রচারে সাড়ে চার হাজার কিমি সাইকেল চালিয়ে লালকেল্লায় পৌঁছে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনে শামিল হয়েছিল জোজো। এবার ২০২৫ সালে ৪ই জানুয়ারি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলো সাইকেল নিয়ে। প্রথমে শ্রীলংকা, তারপর দক্ষিণ ভারতে প্রবেশ করে নেপাল ভুটান এবং বাংলাদেশ পেরিয়ে পৌঁছে যাবে মায়ানমারে। তারপর লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালেশিয়া ,সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে তার প্রিয় সাইকেল নিয়ে। প্রায় ১৮ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে তার সময় লাগবে দু বছরের মতো। বিশ্বজুড়ে চলবে রক্তদান, প্লাস্টিক বর্জনের প্রচার। সুযোগ পেলে বিদেশের মাটিতেও জোজো লাগাবে চারা গাছ, মানুষকে বার্তা দেবেন সুস্থ শরীর সুস্থ পরিবেশ গড়ে তুলতে সাইকেল চালানোর কথাও। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার অঙ্গীকার নিয়ে বছর ২৬ এর এই যুবকের উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে সকলেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top