সাইন টিভি ২৪ X ৭ এর পক্ষ থেকে সাইন টিভির মুখ্য উপদেষ্টা সন্তু সিনহা মহাশয় বিজয়া দশমীর এবং আগাম দীপাবলির শুভেচ্ছা জানলেন প্রথম সারির প্রশাসনিক কর্তাদের।
এ ডি জে এবং এই জি, ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিসেস এর, আই পি এস পিজুস পাণ্ডে মহাশয়কে শুভেচ্ছা জানিয়েছেন সন্তু সিনহা মহাশয়।

পাশাপাশি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কমিশনার অফ পুলিশ, আই পি এস সুজয় কুমার চন্দ মহাশয়কে শুভেচ্ছা জানিয়েছেন।

এবং
সাইন টিভির পক্ষ থেকে ডেপুটি কমিশনার অফ পুলিশ , রিসার্ভ ফোর্স, আই পি এস সুখেন্দু হিরাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়াও, এ আই জি, ওয়েস্ট বেঙ্গল সাউথ কারেকশনাল সার্ভিসেস এর বিপল্ব দাসগুপ্ত মহাশয়কে বিজয়া দশমীর এবং আগাম দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন সাইন টিভি ২৪ X ৭ মুখ্য উপদেষ্টা সন্তু সিনহা মহাশয়।
