দিল্লি: অভিনেতা সাইফ আলি খানের উপর অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতের ঘটনার পরপরই আরও একটি উদ্বেগজনক পরিস্থিতির মুখে পড়েছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা রণিত রায় জানান, ঘটনার ঠিক পরদিন কারিনার গাড়িতে হামলার মতো পরিস্থিতি তৈরি হয়, যার ফলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
রণিত জানান, সাইফ হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফেরার সময় চারপাশে ছিল মিডিয়া এবং উৎসাহী জনতার ভিড়। সেই সময়েই কারিনা তাঁর গাড়িতে করে ফিরছিলেন। রণিত বলেন, “যেহেতু মিডিয়া চারপাশে ছিল, অনেকেই খুব কাছাকাছি চলে এসেছিল। তখনই কারিনার গাড়ি ঝাঁকানো হয় এবং এতে তিনি ভয় পেয়ে যান।”
এই অবস্থায় কারিনা ফোন করে রণিতকে অনুরোধ করেন, তিনি যেন সাইফকে নিরাপদে বাড়ি পৌঁছে দেন। রণিতের ব্যক্তিগত নিরাপত্তা সংস্থা ও স্থানীয় পুলিশ যৌথভাবে সাইফ-কারিনার বান্দ্রার বাড়িতে একটি সুরক্ষিত বেষ্টনী গড়ে তোলে।
রণিত আরও জানান, নিরাপত্তা ব্যবস্থার মূল্যায়নের সময় বেশ কিছু ঘাটতি চিহ্নিত করে দ্রুত তা সংশোধনের সুপারিশ দেন তিনি, যা পরবর্তীতে দ্রুত কার্যকরও হয়। এতে পরিবারটি কিছুটা স্বস্তি পায়।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সাইফ আলি খান তাঁর বান্দ্রার বাড়িতে এক অনুপ্রবেশকারীর হাতে আক্রান্ত হন। তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়, যার মধ্যে দুটি আঘাত ছিল মেরুদণ্ডের খুব কাছাকাছি। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও বিপদমুক্ত বলে জানা গেছে।
ঘটনার পরে, সাইফ ও কারিনা গণমাধ্যম এবং পাপারাজ্জিদের অনুরোধ করেছেন যেন তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা হয় এবং তাঁদের সন্তান তৈমুর ও জেহ-এর ছবি না তোলার জন্য সম্মান দেখানো হয়।
