নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৬ নভেম্বর, আজ দুর্গাপুরের একটি বেসরকারী ইংরাজী মাধ্যম স্কুলে এসেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। স্কুলের তরফে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। আন্তর্জাতিক এই ক্রিকেটারকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন মিরাজকে গোটা স্কুল ঘুরিয়ে দেখান প্রধান শিক্ষিকা অনিন্দিতা হোম চৌধুরী সহ স্কুল কতৃপক্ষ। গোটা ঘটনায় আপ্লুত বাংলাদেশী এই ক্রিকেটার। সম্প্রতি গোলাপী টেস্ট নিয়ে অভিজ্ঞতার কথা জানালেন তিনি।
তিনি বলেন, “যে ভারত অনেক অভিজ্ঞ দল, আমরাও ভাল দল। তবে ভারতের কাছে আমাদের অনেক শেখার আছে। শাকিব আল হাসানকে যে গোটা দল মিস করছে, তা অকপটে স্বীকার করলেন তিনি। তাঁরা চাইছেন যে খুব তাড়াতাড়ি শাকিব আল হাসান দলে ফিরে আসুন” ।