নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,৪ঠা আগস্ট : এক নাবালিকা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাসের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সাগরদীঘি মণিগ্রাম পঞ্চায়েত এলাকার সাহেবনগর গ্রামে।অভিযুক্তের নাম মনিরুল সেখ(খোকন )(21)।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা বেড়াতে নিয়ে গিয়ে একাধিক বার সহবাস করে। কিন্তু ছেলেটির বাড়ির লোক বিয়েতে নারাজ হওয়ায় ছেলেটি বিয়ে করতে পারবে না বলে পরিস্কার ভাবে জানিয়ে দেয়।মেয়েটি ছেলেটির বিরুদ্ধে সাগরদীঘি থানায় ধর্ষণের মামলা রুজু করেছে।
ধর্ষণের মামলা রুজু করা শর্তেও শাসকদলের গ্রাম পঞ্চায়েতের মেম্বারের আত্মীয় হওয়ায় পুলিশ গ্রেপ্তার করছে না বলে অভিযোগ মেয়ে ও মেয়ের পরিবারের।আস্বামী কে যখন পুলিশ গ্রেপ্তার করার উদ্দেশ্যে আসছে তার আগেই মণিগ্রাম পঞ্চায়েত মেম্বার তারিখ সেখ কে পুলিশ জানিয়ে দেয় আস্বামী কে সরিয়ে দেওয়ার জন্য।মেয়ে ও মেয়ের পরিবার বর্তমানে দিশাহীন কোথায় তারা বিচার পাবে কোথায় গেলে তারা যোগ্য বিচার পেয়ে আইনের প্রতি ভরসা রাখবে।