সাগরদ্বীপে নদীভাঙন রোধ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

সাগরদ্বীপে নদীভাঙন রোধ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দক্ষিন 24 পরগণা – বর্ষা এলেই নদীভাঙনের আতঙ্কে দিন গোনে সাগরদ্বীপের মানুষজন। প্রতি বছরই দুর্বল বাঁধ ভেঙে প্লাবিত হয় একের পর এক গ্রাম, ঘরছাড়া হন বহু বাসিন্দা। সেই ভয়াবহতা রুখতে এবার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা ১ গ্রাম পঞ্চায়েতের সাপখালি মৌজা চাপাতলা গ্রামে নদীতে ফেলা হচ্ছে বাঁশের খাঁচা ও ইট দিয়ে তৈরি গোলাকার সসেজ। প্রশাসনের তরফে বর্ষার আগেই প্রায় ৭–৮ কিলোমিটার এলাকাজুড়ে এই প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ৯৬ লক্ষ ২২ হাজার ২০০ টাকা।

কিন্তু সেই প্রকল্প ঘিরেই উঠেছে দুর্নীতির অভিযোগ। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে কন্ট্রাক্টর। যেখানে ৫ হাজার ইট প্রয়োজন, সেখানে ব্যবহার করা হচ্ছে মাত্র ৩ হাজার, তাও আবার নিম্নমানের ইট। এইভাবে কাজ চললে কিছুদিনের মধ্যেই ফের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হবে এলাকা। পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা।

এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে। বিরোধীদের দাবি, “তৃণমূল দুর্নীতির দল, উন্নয়নের নামে লুটপাট চলছে।” অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবি— “সুন্দরবন উন্নয়ন মন্ত্রী নদীবাঁধ নির্মাণে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন। বিরোধীরা সেই কাজেই বাধা দিচ্ছে, সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে।”

দুই পক্ষের তীব্র বাকযুদ্ধের মাঝে জলবন্দি হয়ে পড়ার আশঙ্কায় দিন গুনছেন সাধারণ মানুষ। স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে ফের ভয়াবহ বিপদের মুখে পড়তে হবে এলাকাবাসীকে— এমন আশঙ্কা এখন প্রতিটি পরিবারের মনে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top