Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Actress Mithila dressed strangely, but why this outfit?

অদ্ভুত সাজে সাজলেন মিথিলা, কিন্ত কেন এই সাজ ?

অদ্ভুত সাজে সাজলেন মিথিলা, কিন্ত কেন এই সাজ ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সাজ

অদ্ভুত সাজে সাজলেন মিথিলা, কিন্ত কেন এই সাজ ?  আসলে ৩১ অক্টোবর রবিবার হল হ্যালোইন ডে। তবে তার একদিন আগেই বন্ধু ও পরিবারের লোকজনকে নিয়ে হ্যালোইন উদযাপন করলেন মিথিলা। তাঁর সঙ্গে দেখা গেল সঙ্গীতশিল্পী শায়ন চৌধুরী অর্ণব ও তাঁর সঙ্গীতশিল্পী স্ত্রী সুনিধি নায়েক-কে।

 

মাথায় গোলাপী রঙের চুল। চোখে চশমা, মুখে মেকআপ। এক্কেবারে অন্যরকম লুকে দেখা দিলেন রাফিয়াত রশিদ মিথিলাকে। তাঁর সঙ্গীদেরও দেখা গেল অদ্ভুত সব চেহারায়। এমনকি অন্যরকম ভাবে সেজেছিল ছোট্ট আইরাও।

 

উদ্দেশ্য হ্যালোইন উদযাপন। সেই ছবি আর ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী, সমাজকর্মী, তথা সৃজিত ঘরণী মিথিলা। কিন্তু অনেকেই হয়ত জানেন না, হ্যালোউইন ডে আসলে কী? ‘হ্যালোউইন ডে’ বিষয়টা খানিকটা আমাদের ভূত চতুদর্শীর মত। হ্যালোইন’ বা ‘হ্যালোউইন’ শব্দটি এসেছে স্কটিশ ভাষার শব্দ ‘অল হ্যালোজ’ ইভ থেকে। হ্যালোউইন শব্দের অর্থ ‘পবিত্র সন্ধ্যা’। কথিত আছে, অক্টোবরের ৩১ তারিখ মৃতের দেবতা নাকি মৃত অ‍াত্মাদের পৃথিবীতে আহ্বান জানান। ওইদিন উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালোউইন ডাইনি সারা উড়ে বেড়ায় অ‍াকাশ জুড়ে।

 

কখনও আবার সবুজ খরখরে দেহের ডাইনি বুড়ি কড়া নাড়ে কোনো বাড়ির দরজায়। সেই সব ভূত-প্রেতদের খুশি করতে না পারলে তো বিপদ! আর সে জন্যই এই রাতটিতে পালন করা হয় হ্যালোউইন উৎসব। এখন কেবলমাত্র পশ্চিমী দেশগুলিতেই নয়, ভারতের মতো আরও অনেকেই দেশেও ধূমধাম করে হ্যালোউইন উদযাপন করা হয়।

 

আর ও পড়ুন    পাহাড়ে এখনও অব্যাহত ধস, রীতিমত আতঙ্কে পাহাড়বাসী

 

প্রতি বছর ৩১ অক্টোবর সারা বিশ্বের খ্রিস্টানরা এই দিনটি পূর্বপুরুষদের স্মরণ করে উদযাপন করে। এদিন সাধু, মহাপুরুষ ও শহীদদের স্মরণ করা হয়। সাধুদের সম্মান জানিয়ে, যারা এখনও স্বর্গে পৌঁছাননি তাদের আত্মার শান্তি কামনার জন্যে প্রার্থনা করা হয়। আসলে হ্যালোউইন ছিল Samhain-র প্রাচীন কেল্টিক উত্‍সব। এটা ছিল তাদের ফসল কাটার উৎসব।

 

কেল্টিক সম্প্রদায় প্রায় দুই হাজার বছর আগে এসেছিল। ফসল কাটার মরসুমের শেষ হিসেবে হ্যালোউইন পালিত হত। এছাড়াও, এটি শীতের মাসগুলির সূচনাও চিহ্নিত করে। কেল্টিকরা আয়ারল্যান্ড, যুক্তরাজ্য এবং উত্তর ফ্রান্সের অঞ্চলগুলির অন্তর্গত। তারা বিশ্বাস করত যে, হ্যালোউইনের প্রাক্কালে, জীবিত এবং মৃতের মধ্যে কোনও সীমানা থাকে না এবং আত্মারা অবাধে সব জায়গায় চলাচল করতে পারে। অর্থাত্‍ জীবিতের সঙ্গে মিলিত হন মৃতেরা, জাগতিক সব কিছুর সঙ্গে মিলে যায় ভৌতিক যা কিছু। কেল্টিক ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম দিন ১ নভেম্বর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top