Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
This female police station is being arranged with cartoon characters

কার্টুনের চরিত্রদের দিয়ে সাজানো হচ্ছে এই মহিলা থানা

কার্টুনের চরিত্রদের দিয়ে সাজানো হচ্ছে এই মহিলা থানা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সাজানো

কার্টুনের চরিত্রদের দিয়ে সাজানো হচ্ছে এই মহিলা থানা।  থানায় প্রবেশ করলেই চোখে পড়বে টম এন্ড জেরি থেকে মটু-পাতলু চিত্র। পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বসানো হয়েছে। তৈরি করা হয়েছে দোলনা। বড়দের জন্য বসার আধুনিক ব্যবস্থা।

 

চতুর্দিকে সারি সারি ফুলের গাছ। আর তার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে ছোটদের মনোরঞ্জনের জন্য রকমারি কাটুনের চিত্র। মালদার ইংরেজবাজার মহিলা থানাকে এরকম ভাবেই নব রূপে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন আইসি তারিফা খাতুন। তাঁর কথায়, বিভিন্ন নির্যাতনের ঘটনায় মহিলারা থানায় অভিযোগ জানাতে আসেন।

 

আর ও  পড়ুন    এই ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে

 

কেউ জানান ধর্ষণের অভিযোগ, কেউ আবার নির্যাতনের মানসিক চাপ নিয়ে মহিলা থানায় আসেন অভিযোগ জানাতে আসেন।  মহিলা এবং নাবালিকা অভিযোগকারীদের মানসিক চাপ ক্ষণিকের জন্য মেটাতেই এই ধরনের মুক্ত পরিবেশ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যা এতদিন ছিল না।

 

মালদা শহরের নেতাজি সুভাষ রোড পেরিয়ে দুর্গা বাড়ি যাওয়ার পথে পুরসভার রাস্তার ধারে রয়েছে ইংরেজবাজার মহিলা থানাটি। এই মহিলা থানার পাশে রয়েছে সাইবারক্রাইম থানা।

 

উল্লেখ্য,থানায় প্রবেশ করলেই চোখে পড়বে টম এন্ড জেরি থেকে মটু-পাতলু চিত্র। পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বসানো হয়েছে। তৈরি করা হয়েছে দোলনা। বড়দের জন্য বসার আধুনিক ব্যবস্থা। চতুর্দিকে সারি সারি ফুলের গাছ। আর তার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে ছোটদের মনোরঞ্জনের জন্য রকমারি কাটুনের চিত্র।

 

মালদার ইংরেজবাজার মহিলা থানাকে এরকম ভাবেই নব রূপে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন আইসি তারিফা খাতুন। তাঁর কথায়, বিভিন্ন নির্যাতনের ঘটনায় মহিলারা থানায় অভিযোগ জানাতে আসেন। মালদা শহরের নেতাজি সুভাষ রোড পেরিয়ে দুর্গা বাড়ি যাওয়ার পথে পুরসভার রাস্তার ধারে রয়েছে ইংরেজবাজার মহিলা থানাটি। এই মহিলা থানার পাশে রয়েছে সাইবারক্রাইম থানা।

 

প্রসঙ্গত,   কেউ জানান ধর্ষণের অভিযোগ, কেউ আবার নির্যাতনের মানসিক চাপ নিয়ে মহিলা থানায় আসেন অভিযোগ জানাতে আসেন।  মহিলা এবং নাবালিকা অভিযোগকারীদের মানসিক চাপ ক্ষণিকের জন্য মেটাতেই এই ধরনের মুক্ত পরিবেশ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যা এতদিন ছিল না। কেউ আবার নির্যাতনের মানসিক চাপ নিয়ে মহিলা থানায় আসেন অভিযোগ জানাতে আসেন।  মহিলা এবং নাবালিকা অভিযোগকারীদের মানসিক চাপ ক্ষণিকের জন্য মেটাতেই এই ধরনের মুক্ত পরিবেশ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যা এতদিন ছিল না।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top