এই কালীপুজোতে বাড়ি-ঘর আরও সুন্দর করে সাজিয়ে নিতে বিশেষ টিপস। কালীপুজোর আর দিন কয়েক বাকি। ৪ নভেম্বর কালীপুজো। তার আগে বাড়ি-ঘর আরও একবার সুন্দরে করে সাজিয়ে নিতে হবে তো ! নানারকম প্রদীপের সাজে সেজে উঠুক আপনার বাড়ি। কর্মব্যবস্ততা থেকে সামান্য সময় বের করে নিতে পারলেই কালীপুজোতে বাড়ির একটা চমৎকার মেকাওভার করতে পারবেন ।
প্রদীপে আলোকিত করুক
নানারকমের প্রদীপ কিনুন । রঙিন প্রদীপ, বিভিন্ন ডিজাইনের প্রদীপ কিনুন । এই কালীপুজোতে ঘরের প্রতিটা কোণ প্রদীপের আলোয় আলোকিত করে তুলুন । খুব সুন্দর লাগবে ।
আলো-বাহার
চেন আলো বা টুনি লাইট চাইলেই আপনি খুব সহজেই পেয়ে যাবেন । গড়িয়াহাট, নিউমার্কেট চত্বরে তো পাবেনই, এমনকি পাবেন আপনার লোকালয়ের দোকানেও । বাড়ির বাইরের দেওয়াল আপনি এই আলো ঝুলিয়ে সাজাতেই পারেন । দেখতে খুব সুন্দর লাগবে । তবে চেষ্টা করুন এক রঙের আলো দিয়ে সাজাতে । উজ্জ্বল রঙ দিয়ে সাজান । বাড়ির রঙের সঙ্গে মিলিয়েও এই আলো লাগাতে পারেন ।
ফ্লোটিং ক্যান্ডেল
কালীপুজোতে এই ফ্লোটিং ক্যান্ডেল কিনতে পারেন । ফ্লোটিং ক্যান্ডেল বা জলে ভাসমান মোম । আপনার বসার ঘরে সেন্টার টেবিলে একটি পাত্রে জল রাখুন । তাতে ফুলের পাপড়ি ছড়িয়ে দিন । জলে ভাসিয়ে দিন দুটি বা তিনটি মোমবাতি । একইভাবে শোওয়ার ঘরেও রাখতে পারেন । ডাইনিং টেবিলেও জ্বালাতে পারেন ফ্লোটিং ক্যান্ডেল । ফ্লোটিং ক্যান্ডেলেও সেন্টেড পাওয়া যায় । তা জ্বললে মিষ্টি সুবাস সারা ঘরে ছড়িয়ে পড়বে । বাজারে বা কাছের দোকানেই পেয়ে যাবেন এই মোমবাতি ।
আর ও পড়ুন পাহাড়ে এখনও অব্যাহত ধস, রীতিমত আতঙ্কে পাহাড়বাসী
লণ্ঠনের চমক
এখন কালীপুজোতে অনেকেই রঙ্গোলি করেন। তা আপনার বসার ঘরে ঢুকতেই আপনি সেই রঙ্গোলি করতে পারেন । রঙ্গোলি সাজাতে পারেন প্রদীপ দিয়ে । একইসঙ্গে আপনি বসার ঘরে বিভিন্নরকম লণ্ঠন দিয়ে সাজাতে পারেন । খেয়াল রাখুন, বসার ঘরের ইন্টেরিয়রের সঙ্গে সামঞ্জস্য হওয়া চাই । বিভিন্ন ল্যান্টার্ন আপনি ই-কমার্স ওয়েবসাইটগুলিতে পাবেন । একইসঙ্গে বাজারেও একবার দেখতে পারেন ।
ফ্লোরাল ক্যান্ডেল
সাধারণ মোমবাতির বদলে ব্যবহার করুন ফ্লোরাল ক্যান্ডেল । বারান্দায় রাখতেই পারেন এই মোমবাতি । কালীপুজোতে ঘর সাজিয়ে নিন । অনেক সময় এই মোমবাতি সুগন্ধিও পাওয়া যায়। জ্বললে তার থেকে একটা মিষ্টি সুবাস সারা বাড়ি ছড়িয়ে পড়ে। এটাও আপনি এলাকার বিভিন্ন দোকানে বা বাজারে পেয়ে যাবেন ।