নিউ দিল্লি, ৮ ডিসেম্বর, আজ কাকভোরে নিউ দিল্লির আনাজ মান্ডির একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকা জুড়ে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত দমবন্ধ হয়ে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে প্রায় সকলেই কারখানার শ্রমিক বলে জানা যাচ্ছে৷ জখম হয়েছে বহুজন, তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে দমকলের ত্রিশটি ইঞ্জিন এসে আগুন অনেকটা নেভানোর সক্ষম হয়েছে।ঘটনাস্থলে দিল্লি পুলিশ এবং বিশাল দমকল বাহিনী পুরো ঘটনাটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন (রবিবার) ভোরবেলার দিকে ওই কারখানাটিতে আগুন লাগে। তবে ঠিক কি ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যা নিয়ন্ত্রণে আনা কঠিন ছিল। দ্রুত আগুন পাশের দুটি বহু তলেও ছড়িয়ে পড়ে। গোটা ঘটনায় বেশ আতঙ্কিত এলাকাবাসী। কালো ধোঁয়ায় ঢেকে পড়েছে গোটা এলাকা।