নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৬ জানুয়ারি, সাতসকালে একটি ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। জানা গিয়েছে ট্রাক্টরটি মহঃবাজারের দিক থেকে হাটজন বাজারের দিকে যাচ্ছিল।ট্রাক্টরটি যখন বীরভূমের সিউড়িতে পৌঁছায় তখন সিউড়ি বাস স্ট্যান্ডের কাছে এক বৃদ্ধকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।
এখনও পর্যন্ত বৃদ্ধার পরিচয় জানা যায়নি।তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই বৃদ্ধ ঝাড়খণ্ডের বাসিন্দা।দুর্ঘটনার পর বাসস্ট্যান্ডে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে সিউড়ি থানার পুলিশবাহিনী আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বৃদ্ধের পরিচয় জানতে ইতিমধ্যে পুলিশ তল্লাশি শুরু করেছে।



















