সাতসকালে পেট্রোল পাম্প থেকে উদ্ধার পুলিশ কর্মীর মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ডায়মন্ড হারবার থানার বাটা পেট্রোল পাম্পের। মৃত ডায়মন্ড হারবার থানার ASI সমির দাস(৫৪) হাওড়ার বাসীন্দা।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সরিষা হাই স্কুলে যাত্রা উৎসবে ডিউটি ছিলো সমির দাসের। এরপরই আজ ভোরে বাটা পেট্রোল পাম্পে স্থানীয় লোকজন পুলিশের পোশাক পরা অবস্থায় সমির দাসকে পড়ে থাকতে দেখে।পরে খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানাতে।ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ পেট্রোলপাম্প থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে সমীর দাসের। ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পলাশ চন্দ্র ঢালী। পেট্রোললপাম্প এর মধ্যে কোন সিসি ক্যামেরা নেই পেট্রোল পাম্প থেকে বেশ কিছুটা দূরে জাতীয় সড়কের পাশে রয়েছে সি সি ক্যামেরা। তদন্তের জন্য সি সি ক্যামেরার ফুটেজ দেখা হবে পুলিশের পক্ষ থেকে এমনটা জানানো হয়।
আর ও পড়ুন আন্তর্জাতিক স্তরে খেলার ছাড়পত্র পেলেন মালদার তনুশ্রী লালা
উল্লেখ্য, সাতসকালে পেট্রোল পাম্প থেকে উদ্ধার পুলিশ কর্মীর মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ডায়মন্ড হারবার থানার বাটা পেট্রোল পাম্পের। মৃত ডায়মন্ড হারবার থানার ASI সমির দাস(৫৪) হাওড়ার বাসীন্দা।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সরিষা হাই স্কুলে যাত্রা উৎসবে ডিউটি ছিলো সমির দাসের। এরপরই আজ ভোরে বাটা পেট্রোল পাম্পে স্থানীয় লোকজন পুলিশের পোশাক পরা অবস্থায় সমির দাসকে পড়ে থাকতে দেখে।পরে খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানাতে।ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ পেট্রোলপাম্প থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে সমীর দাসের। ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পলাশ চন্দ্র ঢালী। পেট্রোললপাম্প এর মধ্যে কোন সিসি ক্যামেরা নেই পেট্রোল পাম্প থেকে বেশ কিছুটা দূরে জাতীয় সড়কের পাশে রয়েছে সি সি ক্যামেরা। তদন্তের জন্য সি সি ক্যামেরার ফুটেজ দেখা হবে পুলিশের পক্ষ থেকে এমনটা জানানো হয়।