নিজস্ব সংবাদদাতা, কোলকা্তা, ১৭ নভেম্বর, সাতসকালে প্লাসটিক বন্ধের অভিযানে নামলেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রবিবার সকাল আটটা নাগাদ পুরসভার কর্মীদের নিয়ে চেতলার সিআইটি বাজারে যান কলকাতার মেয়র। বাজারের ব্যাবসায়ীদের কাছ থেকে নিজের হাতে প্লাসটিক বাজেয়াপ্ত করেন তিনি। তারপর প্লাসটিক ব্যাগ রাখার জন্য বিক্রেতাদের ধমক দেন ফিরাদ হাকিম।
প্রথমে মানুষকে প্লাসটিক বন্ধে সচেতন করবে পুরসভা। কাজ নাহলে তারপর পুরসভা কোঠোড় ব্যাবস্থা গ্রহন করবে বলে জানান মেয়র ফিরাদ হাকিম। তবে প্লাসটিক বন্ধে প্রথমেই বিক্রেতা ও ক্রেতাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহন করতে চান না মেয়র। পাশাপাশি ডেঙ্গু নিয়েও চেতলাবাসিকে সচেতন করতে রাস্তায় নামেন তিনি। চেতলার রাস্তার পাশে জমা জলে নিজে দাঁড়িয়ে থেকে মশার ঔষধ স্প্রে করান। তিনি বলেন, ডেঙ্গু অভিযানে পুরসভাকে সবসময় নাগরিকদের সাহায্য করতে হবে। জমা জল দেখলেই নাগরিকদের পুরসভাকে খবর দিতে হবে। পুরসভার সাফাইকর্মীরা কাজ না করলে তাও পুরসভাকে জানানোর কথা নাগরিকদের বলেন ফিরহাদ হাকিম।