নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৯ ফেব্রুয়ারি, তারাপীঠ থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে বীরভূমের সিউড়িতে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় মৃত্যু হয় দুইজন ব্যক্তির, সূত্রের খবর একটি গাড়ি তারাপীঠ থেকে পুজো দিয়ে ব্যারাকপুর বাড়ি ফিরে যাচ্ছিল। অপর একটি গাড়ি খড়দহ থেকে তারাপীঠ যাচ্ছিল পুজো দিতে।
খড়দহ থেকে তারাপীঠ যে গাড়িটি যাচ্ছিল সেই গাড়ি চালক ও একজন ব্যক্তি মারা গিয়েছে। তারা মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে। তারাপীঠ থেকে বাড়ি ফিরছিল যে গাড়িটি সেই গাড়ির একজন ব্যক্তি জানান রাস্তার রং সাইডে আসছিল ওই গাড়িটি। আমাদের গাড়ি ঠিক দিকে যাওয়া সত্ত্বেও ওই গাড়িটি এসে মুখোমুখি ধাক্কা মারে। আর সে কারণেই এই দুর্ঘটনা ঘটে।ঘটনার পরই তৎক্ষণাৎ সেখানে গিয়ে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ। মৃত ও আহত সকলকেই সেখান থেকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।