সাত জেলা শাসকের রদ বদল

সাত জেলা শাসকের রদ বদল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২ নভেম্বর ২০২০:রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তির দ্বারা ৭ জেলাশাসকের রদ বদলের খবর জানানো হল। শশাঙ্ক শেঠি এতদিন ছিলেন পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশনের ডিরেক্টর পদে।

তিনি এখন থেকে দার্জিলিং জেলার জেলাশাসকের দায়িত্ব সামলাবেন। আইএএস সুমিত গুপ্তা এতদিন ছিলেন WBIDC-র একজিকিউটিভ ডিরেক্টর পদে। তাকে পাঠানো হচ্ছে উত্তর ২৪ পরগনার জেলাশাসক হিসেবে।উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী স্পেশাল সেক্রেটারি হোম হয়েছেন।বিভু গোয়েল ছিলেন নদিয়ার জেলাশাসক। তাঁকে পাঠানো হচ্ছে পূর্ব মেদিনীপুরের ডিএম পদে।নদীয়ার জেলাশাসক হলেন পার্থ ঘোষ। উনি পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ছিলেন। পোন্নাবলম এস ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক। তাঁকে পাঠানো হচ্ছে জয়েন্ট সেক্রেটারি এল অ্যান্ড এলআর করে। অভিষেক কুমার তিওয়ারি এতদিন ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক। তাঁকে পাঠানো হচ্ছে জয়েন্ট সেক্রেটারি হায়ার এডুকেশন পদে।মৌমিতা গোদারা বসু ছিলেন বীরভূমের জেলাশাসক। তাঁকে বদলি করা হচ্ছে জলপাইগুড়ির জেলাশাসকের পদে। বিজয় ভারতী এতদিন ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক। তাঁকে পাঠানো হচ্ছে বীরভূমের জেলাশাসক করে।পূর্ব বর্ধমানের ডিএম হলেন এনামুল হক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top