
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা:- সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় স্বামীকে। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার কল্যাণগড় বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় গত ১৭ অগাস্ট পারিবারিক অশান্তির জেরে স্বামী দীপঙ্কর নন্দী স্ত্রী স্বপ্না নন্দীকে অ্যাসিড খাইয়ে দেয়। এমন অভিযোগ এনেছে গৃহবধূর মা রুপালি সুর। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আ র জি কর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় স্বপ্নার। স্বামী দীপঙ্কর নন্দী সহ পরিবারের মোট পাঁচ জনের বিরুদ্ধে অশোকনগর থানায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ দায়ের করে মা রুপালি সুর। ঘটনার তদন্তে নেমে কল্যাণগড় এলাকা থেকেই দীপঙ্কর নন্দীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে বুধবার সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসত আদালতে পাঠানো হয়েছে।



















