নিজস্ব সংবাদদাতা ১৮ মার্চ ২০২১পশ্চিম বর্ধমান, দূর্গাপুর:বৃহস্পতিবার সাতসকালে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিআইএমের আভাস রায় চৌধুরী প্রচার করলেন সিটিসেন্টার সংলগ্ন সেপকো টাউনশীপে।
একটি বিশাল পদযাত্রায় এইদিন অংশ নেন দুর্গাপুর পূর্বের সংযুক্ত মোর্চার প্রার্থী আভাস রায় চৌধুরী। বিকল্প শক্তির খোঁজ করছে বাংলার মানুষ আর সেই শক্তির খোঁজ পেয়েছে মানুষ তাই ভোটে জয় নিশ্চিত বলে দাবী করলেন আভাস রায় চৌধুরী। কৃষির পাশাপাশি শিল্পায়নের বার্তা দেন দুর্গাপুর পূর্বের সংযুক্ত মোর্চা প্রার্থী।
আরও পড়ুন…শুভেন্দু অধিকারীর সভায় আসার পথে আক্রান্ত বিজেপি নেতা বুদ্ধদেব মান্না