নিজস্ব সংবাদদাতা, বীরভূম,৩রা আগস্ট :সাত সকালে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের সিউড়িতে।
সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডে একটি বাড়ির সামনে আজ সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় মৃত দেহ দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা, খবর দেওয়া হয় ওই পাড়ার বিভিন্ন বাড়িতে। কিন্তু কেউই সনাক্ত করতে পারেনি মৃতদেহটিকে। খবর পেয়ে সেখানে ছুটে আসেন সিউড়ি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফোর্জ উদ্দিন। একটু খোঁজাখুঁজি করতেই জানতে পারা যায় মৃত ওই ব্যক্তি তিন নম্বর ওয়ার্ডের বছর 22 এর যুবক শেখ শামীম শাহ। খবর দেওয়া হয় তার4 পরিবারকে। সাথে সাথেই খবর দেওয়া হয় সিউড়ি থানায়, ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ।পরে তার পরিবারের লোক এসে দেহ শনাক্ত করে।
পরিবার সূত্রে জানতে পারা যায় শেখ শামীম পেশায় রাজমিস্ত্রি। অন্যান্য দিনের মতো গতকালো বেরিয়েছিল নিজের কাজে।কিন্তু বেশিরভাগ দিনই বাড়ি ফিরত না সে। রাতে বসবাস করত মাসখানেক আগে বিয়ে হওয়া শ্বশুরবাড়িতে। পরিবারের লোকজন ভেবেছিল গত কাল হয়তো শ্বশুর বাড়িতেই আছে শেখ শামীম। কিন্তু আজ সকালে উদ্ধার হয় তার রক্তাক্ত মৃতদেহ। পরিবারের লোকজনের দাবি খুন করা হয়েছে তাকে।
কিভাবে মৃত্যু হলো শেখ শামীমের ? সত্যিই কি তাকে কেউ খুন করেছে নাকি অন্য কোন রহস্য। ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। সাথে সাথে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।