রাজ্যে ওমিক্রন আক্রান্ত সাত বছরের শিশু

রাজ্যে ওমিক্রন আক্রান্ত সাত বছরের শিশু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সাত

রাজ্যে ওমিক্রন আক্রান্ত সাত বছরের শিশু।  রাজ্য ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে,৭ বছরের রোহন সেখের শরীরে মৃদু সংক্রমণ রয়েছে।তার বাড়ি মুর্শিদাবাদে।সেখানে তার পরিবার থেকে। কিন্ত এই খবর চাউর হতেই তাঁদের সেখান থেকে পাওয়া যাচ্ছে না।তবে খোঁজ শুরু করেছে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্তারা।স্বাস্থ্য দপ্তরের এক কর্তার কথায়,মালদহের কালিয়াচকে থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে।

 

প্রসঙ্গত,মঙ্গলবার ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করেছিল হু । হু এর সতর্কবার্তার পরে ৭ বছরের এক শিশুর শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সন্ধান মিলে। ওই শিশু মুর্শিদাবাদের ফারাক্কার ঘোলাকান্দি গ্রামের বাসিন্দা। ঘটনায় সতর্ক স্বাস্থ্য মহল। আরও জানা গিয়েছে,আবু ধাবি থেকে হায়দারাবাদ  বিমানবন্দরে নামে ওই শিশুর পরিবার।

 

সেখান থেকে প্লেনে আসে কলকাতা বিমান বন্দর। এরপর গাড়িতে করে বাড়ি ফেরে শিশুসহ ওই পরিবার। হায়দ্রাবাদ বিমান বন্দরেই লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছিল।আবু ধাবি থেকে বিমানে চেপে হায়দরাবাদ নেমেছিল পরিবারটি। সেখানে আরটিপিসিআর পরীক্ষার জন্য শিশুটির লালারস সংগ্রহ করা হয়। ঝুঁকিবহুল দেশ থেকে আসায় জিনোম সিকোয়েন্সিং হয় লালারসের।

 

আর ও পড়ুন     বাসে তল্লাশি চালিয়ে ২০টি তাজা বোমা পুলিস বাজেয়াপ্ত করলো

 

বুধবার হায়দরাবাদ থেকে স্বাস্থ্যভবনে খবর আসে, শিশুটি করোনা পজিটিভ এবং বিশ্বে ত্রাস সৃষ্টিকারী ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত। শিশুটি এখন মুর্শিদাবাদের ফরাক্কায় নিজের বাড়িতে আইসোলেশনে থাকার কথা থাকলে ও হঠাৎ উধাও পরিবার । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে জেলা স্বাস্থ্য আধিকারিক এর কর্তাব্যক্তিরা তারপরেও খোঁজ মিলেনি পরিবারের।

 

ফারাক্কা ব্লকের স্বাস্থ্য এক অধিকর্তা জানান ,পরিবার খোঁজ গ্রামে পাওয়া যায় কিন্তু তাদের দেখা মিলেনি। তারা মালদার কালিয়াচকে গিয়েছে বলে খবর পেয়েছি। সব বিষয় জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরে। আমি পুরো মেডিকেল টিম নিয়ে গ্রামে রয়েছে ওই পরিবারের খোঁজে। তারা এই গ্রামে ফিরলে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সব রকমের সহযোগিতা করা হবে তাদের।

 

উল্লেখ্য, রাজ্যে ওমিক্রন আক্রান্ত সাত বছরের শিশু।  রাজ্য ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে,৭ বছরের রোহন সেখের শরীরে মৃদু সংক্রমণ রয়েছে।তার বাড়ি মুর্শিদাবাদে।সেখানে তার পরিবার থেকে। কিন্ত এই খবর চাউর হতেই তাঁদের সেখান থেকে পাওয়া যাচ্ছে না।তবে খোঁজ শুরু করেছে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্তারা।

 

স্বাস্থ্য দপ্তরের এক কর্তার কথায়,মালদহের কালিয়াচকে থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে।প্রসঙ্গত,মঙ্গলবার ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করেছিল হু । হু এর সতর্কবার্তার পরে ৭ বছরের এক শিশুর শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সন্ধান মিলে। ওই শিশু মুর্শিদাবাদের ফারাক্কার ঘোলাকান্দি গ্রামের বাসিন্দা। ঘটনায় সতর্ক স্বাস্থ্য মহল। আরও জানা গিয়েছে,আবু ধাবি থেকে হায়দারাবাদ  বিমানবন্দরে নামে ওই শিশুর পরিবার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top