তন্ত্র সাধনার নামে এক ব্যক্তির জিভ কেটে খেয়ে নেওয়ার অভিযোগ। গ্রেফতার মহিলা তান্ত্রিক সহ ২।এক ব্যক্তির জিভ কেটে খেয়ে নেওয়ার অভিযোগে মহিলা তান্ত্রিক সহ দু’জনকে গ্রেফতার করলো বীরভূমের শান্তিনিকেতন থানার পুলিশ।
ধৃত দুই মহিলার নাম পাকু টুডু ও রানী টুডু। জিভ কাটা যাওয়া ব্যক্তির নাম শামাই সরেন। আহত ব্যক্তির বন্ধু মুকুল মুর্মু বলে , সোমবার রাতে সে ও শামাই দুজনে মিলে মদ্যপান করছিল , আচমকাই প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে বাইরে যায়। ফিরে এসে দেখে বন্ধু শামাই এর বুকের ওপর হাতে ছুরি নিয়ে বসে শামাই এর জিভ কাটছে , অন্যদিকে রানী টুডু দুটো পা ধরে রেখেছে শামাই এর , যদি ছিটকে পালাতে না পারে।
এই পরিস্থিতি দেখে আমি সেখান থেকে ভয়ে পালিয়ে যাই। কিছুদুর গিয়ে চিৎকার চেচামেচি করলে স্থানীয় গ্রামবাসীরা এসে বন্ধু কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেয় চিকিৎসকেরা।
কিন্তু আর্থিক অনটনের কারণে কোন কলকাতা নিয়ে যাওয়া সম্ভব হয়নি। টাকা জোগাড় করে কলকাতায় জন্য নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। ওই দুই মহিলার বিরুদ্ধে ইতিমধ্যে লিখিত অভিযোগ জানিয়েছে আক্রান্ত যুবক। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে দুজন মহিলা কে।
গ্রামের বাসিন্দা কমল সরেন জানিয়েছেন , বাড়ির ভেতরেই নানারকম তন্ত্র সাধনার কার্যকলাপ করে বলে আমরা প্রতিবেশী থেকে জানতে পেরেছি , আমাদের ধারণা তন্ত্র সাধনার কারণেই ওই যুবকের জিভ কেটে নিয়েছে দুই মহিলা। যদিও শান্তিনিকেতন থানার পুলিশের দাবি সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
আর ও পড়ুন পাহাড় মমতার সঙ্গেই থাকবে, জানালেন বিমল গুরুং
উল্লেখ্য,তন্ত্র সাধনার নামে এক ব্যক্তির জিভ কেটে খেয়ে নেওয়ার অভিযোগ। গ্রেফতার মহিলা তান্ত্রিক সহ ২।এক ব্যক্তির জিভ কেটে খেয়ে নেওয়ার অভিযোগে মহিলা তান্ত্রিক সহ দু’জনকে গ্রেফতার করলো বীরভূমের শান্তিনিকেতন থানার পুলিশ।ধৃত দুই মহিলার নাম পাকু টুডু ও রানী টুডু। জিভ কাটা যাওয়া ব্যক্তির নাম শামাই সরেন। আহত ব্যক্তির বন্ধু মুকুল মুর্মু বলে , সোমবার রাতে সে ও শামাই দুজনে মিলে মদ্যপান করছিল , আচমকাই প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে বাইরে যায়।
ফিরে এসে দেখে বন্ধু শামাই এর বুকের ওপর হাতে ছুরি নিয়ে বসে শামাই এর জিভ কাটছে , অন্যদিকে রানী টুডু দুটো পা ধরে রেখেছে শামাই এর , যদি ছিটকে পালাতে না পারে। এই পরিস্থিতি দেখে আমি সেখান থেকে ভয়ে পালিয়ে যাই। কিছুদুর গিয়ে চিৎকার চেচামেচি করলে স্থানীয় গ্রামবাসীরা এসে বন্ধু কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেয় চিকিৎসকেরা।