সাধারণ পরিকাঠামোতেই জটিল অস্ত্রোপচার, জরায়ু থেকে প্রায় ৫ কেজির টিউমার অপসারণ করে নতুন জীবন পেলেন মহিলা

সাধারণ পরিকাঠামোতেই জটিল অস্ত্রোপচার, জরায়ু থেকে প্রায় ৫ কেজির টিউমার অপসারণ করে নতুন জীবন পেলেন মহিলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নদিয়া – শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সাফল্য এল সামনে। সীমিত ও সাধারণ পরিকাঠামোর মধ্যেই এক মহিলার জরায়ু থেকে প্রায় পাঁচ কেজি ওজনের টিউমার সফলভাবে অপারেশন করে বের করলেন চিকিৎসক ডঃ পবিত্র ব্যাপারী। এই জটিল অস্ত্রোপচারের পর নতুন করে জীবন ফিরে পেলেন ওই মহিলা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পেটে অস্বাভাবিক ফোলাভাব, ব্যথা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন ওই রোগী। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর জরায়ুতে একটি বিশাল টিউমার তৈরি হয়েছে, যার ওজন প্রায় পাঁচ কেজি। এমন জটিল অস্ত্রোপচারের জন্য সাধারণত উন্নত পরিকাঠামো ও বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হলেও, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সাধারণ ব্যবস্থাতেই এই অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়।

ডঃ পবিত্র ব্যাপারীর নেতৃত্বে চিকিৎসক দল অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সঙ্গে অস্ত্রোপচারটি করেন। দীর্ঘ সময় ধরে চলা এই অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে। চিকিৎসকদের মতে, সময়মতো এই টিউমার অপসারণ না হলে রোগীর জীবনের ঝুঁকি তৈরি হতে পারত।

এই সাফল্যে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও সরকারি হাসপাতালের এই চিকিৎসা সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। সীমিত পরিকাঠামোর মধ্যেও যে দক্ষতা ও আন্তরিকতার জোরে জটিল চিকিৎসা সম্ভব, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এই ঘটনা তারই এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top