২৮ ডিসেম্বর, ছোট পর্দা থেকে আজ তিনি ষ্টার।একের পর এক রিয়্যালিটি শো পার করে আজ তিনি যথেষ্ট জনপ্রিয় মুখ।পড়াশুনা ছেড়ে ঝুঁকি নিয়েই বলিউডে স্ট্রাগল শুরু করেছিলেন কোচবিহারের মেয়ে মৌনী রায়।কেরিয়ার তৈরিতে বাধা আসেনি এমন নয়, তবে সব বাধা পেড়িয়ে এখন তিনি ষ্টার।সকলের মতো তিনিও এই ক্রিসমাস কাটালেন বেশ ভালোই।একদিকে ছুটির মরশুম অন্যদিকে ভরা ঠান্ডায় উষ্ণতার আমেজে মেতে বাঙালি অভিনেত্রী মৌনী।লাল বিকিনিতে উষ্ণতার ছোঁয়া লাগিয়ে দিলেন সোশ্যাল মিডিয়াতেও।
দেব কি দেব মহাদেবে সতীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন মৌনী।২০১৫ সালে একতা কাপুরের অতিপ্রাকৃত সিরিজ নাগিনে শিবানীর ভূমিকাতেও তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।কোচবিহারে জন্ম হয় মৌনীর।তাঁর দাদু শেখর চন্দ্র রায় একজন প্রখ্যাত থিয়েটার আর্টিস্ট ছিলেন, তাঁর মা মুক্তিও ছিলেন থিয়েটারের শিল্পী। বাবা অনিল রায় কাজ করতে কোচবিহার জেলা পরিষদে।বাবা-মায়ের ইচ্ছেতেই জামিয়া মিলিয়া ইসলামিয়ায় মাস কমিউনিকেশন পড়তে শুরু করেন তিনি। কিন্তু অভিনয়ের টানে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন।
তারপর কস্তূরী সিরিজে তাঁকে শিবানী রুপে দেখা যায়।আর এভাবেই মৌনী এক সাধারণ মেয়ে থেকে হয়ে উঠলেন বলিউড ষ্টার।