ভাইরাল – সাপের মাথায় ছোট পাথরের মতো মসৃণ একটি বস্তু দেখে শুরু হয়েছিল তীব্র জল্পনা। অনেকেই ভেবেছিলেন সেটি নাকি ‘নাগমণি’। তবে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখে রহস্যের জট খুলে গেল। আসলে সাপটির মাথায় আটকে ছিল একটি প্লাস্টিকের বোতলের ঢাকনা। সেই ঢাকনা সরাতে না পেরে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছটফট করছিল সাপটি। আর সেটিকেই ভুলবশত ‘নাগমণি’ ভেবে গুজব ছড়িয়ে দিয়েছিলেন স্থানীয়রা।
ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, একটি বাড়ির সামনে সাপটি ঘুরছে। তার মাথায় আটকে থাকা বস্তুটিকে দেখে কৌতূহলী হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা। অনেকেই দাবি করতে থাকেন, সাপের মাথায় নাগমণি রয়েছে। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে চারপাশে। কিন্তু পরে স্পষ্ট হয়ে যায়, সেটি আসলে কোনও মূল্যবান রত্ন নয়, বরং একটি সাধারণ প্লাস্টিকের বোতলের ঢাকনা।
এই ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রামদাস_আর্ট_হাউস’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখেছেন ভিডিওটি এবং লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের মধ্যে কেউ কেউ মজার মন্তব্য করেছেন, আবার অনেকে বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটিজেন লিখেছেন, “মানুষের মধ্যে কত কুসংস্কার রয়েছে! দেখি আর অবাক হই।” অন্য এক জন মন্তব্য করেছেন, “আমি নিশ্চিত, কারও অসাবধানতার কারণেই সাপের মাথায় প্লাস্টিকের ঢাকনা আটকে গিয়েছিল।”
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ঘিরে যেমন হাস্যরসের সৃষ্টি হয়েছে, তেমনই আবার কুসংস্কারের প্রসঙ্গও উঠে এসেছে নেটিজেনদের আলোচনায়।
