
নিজস্ব সংবাদদাতা ,উত্তর ২৪ পরগণা , ২৫ শে জুলাই : সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে বারাসাতের বিভিন্ন এলাকায় বন্ধ দোকানপাট, বাজার,ব্যাবসায়িক প্রতিষ্ঠান।শুনশান রাস্তা,এরই মধ্যে চলছে পুলিশের নাকা চেকিং।কড়া নজরদারি প্রশাসনের।জরুরী কাজ ছাড়া মানুষ গৃহবন্দী রেখেছেন পূর্বঘোষিত এই লকডাউনে।বারাসাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তায় স্তব্ধতার ছবি ধরা পড়ল সংবাদমাধ্যমের ক্যামেরায়।



















