সাপ-নেউলের ভয়ঙ্কর যুদ্ধ, ভাইরাল হল ভিডিয়ো

সাপ-নেউলের ভয়ঙ্কর যুদ্ধ, ভাইরাল হল ভিডিয়ো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – চিরশত্রু সাপ ও নেউলের মুখোমুখি লড়াইয়ের এক রোমহর্ষক দৃশ্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। একটি সংকীর্ণ জায়গায় ধুন্ধুমার সংঘর্ষে নামে এক গোখরো ও এক বেজি। দু’জনেই প্রাণপণ লড়াই চালিয়ে যায়, তবে শেষ পর্যন্ত যেন হার মানতে হয় সাপটিকেই।

ভাইরাল হওয়া ৩২ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যায়, ফণা তুলে দাঁড়িয়ে থাকা গোখরোর মুখ লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে বেজি। মুহূর্তেই সাপের মুখে মরণকামড় বসিয়ে দেয় সে। সাপও পাল্টা শরীর দিয়ে বেজিটিকে পেঁচিয়ে ফেলে এবং লেজ দিয়ে আঘাত হানে। তবু দমে যায় না বেজি। সাপের কবল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চোয়ালের মরণকামড় আরও শক্ত করে ধরে রাখে। একসময় দুর্বল হয়ে পড়ে সাপের দেহ, আর সেখানেই শেষ হয় ভিডিয়ো।

ভিডিয়োটি এক্স-এ ‘কিউট গার্ল৭৮৯’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট হতেই তা ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ তা দেখে ফেলেছেন। অনেক নেটাগরিকই আঁতকে উঠেছেন এই ভয়ঙ্কর যুদ্ধ দেখে। একজন মন্তব্য করেছেন, “বেজিরাই সব সময় জেতে—এই ভিডিয়োও তার প্রমাণ।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top