এবার থেকে বেঙ্গল সাফারি পার্কে অ্যাডভেঞ্চার স্পোর্টস. পর্যটকদের আকর্ষিত করতে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে শুরু হতে চলেছে অ্যাডভেঞ্চার স্পোর্টস। সাফারি পার্কের জীবজন্তু দেখার পাশাপাশি পর্যটকরা উপভোগ করতে পারবেন অ্যাডভেঞ্চার স্পোর্টস এর এবং তাতে আকর্ষণ বাড়বে দাবি কর্তৃপক্ষের।
শিলিগুড়ি শহর সংলগ্ন এই পার্কের সূচনা তৃণমূল সরকারের আমলে। আকর্ষণ বাড়াতে সাফারি পরিষেবাও চালু হয় এবার খুব দ্রুতই শুরু হতে চলেছে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস। ইতিমধ্যে চলছে প্রশিক্ষণ। জানালেন বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর ডি এস শেরপা।
বেঙ্গল সাফারি পার্কে পর্যটক আকর্ষণ বাড়াতে ঢেলে সাজানো হচ্ছে বনদপ্তর এর তরফে। সম্প্রতি করনা আবহের মাঝেই বনদপ্তর পার্ক কর্তৃপক্ষের তরফে চিঠি পাঠানো হয়েছিল এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের অনুমতি নেওয়ার জন্য। বনদপ্তর এর সবুজ সঙ্কেত মিলতেই শুরু হয়ে যায় কাজ। ইতিমধ্যে কাজ প্রায় শেষের দিকে। কিছুদিনের মধেই পর্যটকেরা অ্যাডভেঞ্চার স্পোর্টস এর মজা উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন – সিআরপিএফের কোবরা ব্যাটালিয়ন এর উদ্যোগে জনসংযোগ কর্মসূচি
জানা গিয়েছে, এই অ্যাডভেঞ্চার স্পোর্টস তিনটি রাইড থাকবে বার্মা ব্রিজ, লং জিপ লাইন ও শর্ট জিপ লাইন। বার্মা ব্রিজের দৈর্ঘ্য ২৫-৪০০ মিটার। লং জিপ লাইনের দৈর্ঘ্য ৭৬ মিটার ও শর্ট জিপ লাইনের দৈর্ঘ্য ৫৬ মিটার। পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখেই বেশি বাড়ানো হয়নি।
ডি এস শেরপা বলেন, বেঙ্গল সাফারি পার্ক একটি পর্যটন স্থল হলেও পাশাপাশি এটি একটি শিক্ষনীয় জায়গা কারণ এই পার্কে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা আসেন। তাদের কথা মাথায় রেখে শুধূ পর্যটকদের কথাই নয় শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই অ্যাডভেঞ্চার স্পোর্টসের শুভ আরম্ভ করা হবে। এটি তৈরি করতে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান তিনি। রাইড বাবদ কত টাকা খরচ করতে হবে পর্যটকদের তা অবশ্য এখনও ঠিক হয় নি।