সামনেই দীপাবলি, কালী পুজোর শুরু; কলকাতার বিখ্যাত চাঁদনী মার্কেটে ভিন্ন আকর্ষণের লাইট। সামনেই দীপাবলি। কালীপুজোর সূচনা। ঘরে ঘরে সেজে উঠবে আলোর চমক। আর সেই আলোর চমকের ভিন্ন আকর্ষণের লাইটের রমরমা কলকাতার বিখ্যাত চাঁদনী মার্কেটে। সন্ধ্যেবেলা মানুষের কেনাকাটা, দোকানদারদের নতুন নতুন লাইট সাজানোর আলাদা বাহার লক্ষ্য করা গেলো।
বিভিন্ন দামেরই লাইট এখানে দেখা গেলো। বিগত দুবছরে করোনা পরিস্থিতিতে মানুষ যেনো এরকম অনেককিছু উপভোগ করা থেকে বঞ্চিত ছিলো। এখন পরিস্থিতি আগের মতো নয়, তবুও সাবধানতা সবকিছু মেনেই মানুষ এবার দীপাবলির আনন্দে মেতে উঠতে চায়। দোকানদারেরাও মুখ চেয়ে তাকিয়ে থাকে বিক্রিবাট্টার জন্য। কলকাতার এই চাঁদনী মার্কেটে বসেছে বহু লাইটের দোকান, সাথে চলছে আলোর যেন আলাদা আলাদা বাহার।
আরও পড়ুন – দিলীপ বাবুর কাছে যেটি হাতি তৃণমূলের কাছে সেটি মশাঃ কুনাল
উল্লেখ্য, সামনেই দীপাবলি। কালীপুজোর সূচনা। ঘরে ঘরে সেজে উঠবে আলোর চমক। আর সেই আলোর চমকের ভিন্ন আকর্ষণের লাইটের রমরমা কলকাতার বিখ্যাত চাঁদনী মার্কেটে। সন্ধ্যেবেলা মানুষের কেনাকাটা, দোকানদারদের নতুন নতুন লাইট সাজানোর আলাদা বাহার লক্ষ্য করা গেলো।
বিভিন্ন দামেরই লাইট এখানে দেখা গেলো। বিগত দুবছরে করোনা পরিস্থিতিতে মানুষ যেনো এরকম অনেককিছু উপভোগ করা থেকে বঞ্চিত ছিলো। এখন পরিস্থিতি আগের মতো নয়, তবুও সাবধানতা সবকিছু মেনেই মানুষ এবার দীপাবলির আনন্দে মেতে উঠতে চায়। দোকানদারেরাও মুখ চেয়ে তাকিয়ে থাকে বিক্রিবাট্টার জন্য। কলকাতার এই চাঁদনী মার্কেটে বসেছে বহু লাইটের দোকান, সাথে চলছে আলোর যেন আলাদা আলাদা বাহার। সামনেই দীপাবলি