শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য আন্দোলনের কর্মসূচী। আজ শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি- পোড়াঝাড় ভূমি রক্ষা কমিটি ও তিস্তা- মহানন্দা সেচ এলাকা থেকে ভূমিহারা কৃষকদের কমিটির যৌথ উদ্যোগে উচ্ছেদের বিরুদ্ধে ও ন্যায্য পুনর্বাসনের দাবিতে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য আন্দোলনের কর্মসূচী গ্রহন করা হয়। পুলিশ ও প্রশাসনিক দপ্তরগুলিকে অনেক আগেই চিঠি দিয়ে জানানো ছিল।
এতৎসত্ত্বেও, শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্যান্টিনের সামনে থেকে মিছিল সংঘটিত করার জমায়েত থেকে মিছিল শুরুর আগেই হুমকি ও বলপ্রয়োগ করে পুলিশ গ্রেপ্তার করেছে সিপিআই (এম এল) লিবারেশন রাজ্য সদস্য পবিত্র সিংহ, বাসুদেব বসু, আয়ারলার রাজ্য নেতা শরৎ সিংহ, শ্যামল ভৌমিক, সিপিআই ( এম এল) নিউ ডেমোক্রেসির জেলা নেতা পলান, বাপি, দীপক ও স্থানীয় আন্দোলনকারী মিঠুন সহ শতাধিক কৃষককে।
আমরা তৃণমূলের পুলিশ বাহিনীর এই অযাচিত ও নির্মম সন্ত্রাসের তীব্র নিন্দা জানাই এবং জমি হস্তান্তর সম্পর্কিত দুর্নীতি , তোলাবাজি, উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত স্তরের নাগরিকদের সোচ্চার হতে আহ্বান জানাই।
আরও পড়ুন – সারমেয়দের ভ্যাকসিন দিলেন অ্যানিম্যাল হেল্পলাইন
উল্লেখ্য, শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য আন্দোলনের কর্মসূচী। আজ শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি- পোড়াঝাড় ভূমি রক্ষা কমিটি ও তিস্তা- মহানন্দা সেচ এলাকা থেকে ভূমিহারা কৃষকদের কমিটির যৌথ উদ্যোগে উচ্ছেদের বিরুদ্ধে ও ন্যায্য পুনর্বাসনের দাবিতে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য আন্দোলনের কর্মসূচী গ্রহন করা হয়। পুলিশ ও প্রশাসনিক দপ্তরগুলিকে অনেক আগেই চিঠি দিয়ে জানানো ছিল।
এতৎসত্ত্বেও, শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্যান্টিনের সামনে থেকে মিছিল সংঘটিত করার জমায়েত থেকে মিছিল শুরুর আগেই হুমকি ও বলপ্রয়োগ করে পুলিশ গ্রেপ্তার করেছে সিপিআই (এম এল) লিবারেশন রাজ্য সদস্য পবিত্র সিংহ, বাসুদেব বসু, আয়ারলার রাজ্য নেতা শরৎ সিংহ, শ্যামল ভৌমিক, সিপিআই ( এম এল) নিউ ডেমোক্রেসির জেলা নেতা পলান, বাপি, দীপক ও স্থানীয় আন্দোলনকারী মিঠুন সহ শতাধিক কৃষককে।
আমরা তৃণমূলের পুলিশ বাহিনীর এই অযাচিত ও নির্মম সন্ত্রাসের তীব্র নিন্দা জানাই এবং জমি হস্তান্তর সম্পর্কিত দুর্নীতি , তোলাবাজি, উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত স্তরের নাগরিকদের সোচ্চার হতে আহ্বান জানাই।