সামনে ছট পুজো, মেয়র গৌতম দেব বিভিন্ন ঘাট গুলি পরিদর্শন করলেন। সামনে আসন্ন দীপাবলি ও কালীপুজো, তারপরেই রয়েছে শ্রী শ্রী ছট পুজো। শিলিগুড়িতে শারদ উৎসব কালীপুজোর মতো, প্রতিবছর ছট পুজো মহাসমরহে পালিত হয়। প্রচুর মানুষ ছট পুজোর ব্রত করে থাকেন। ছট পুজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই ব্যাপারে শুক্রবার বিভিন্ন আধিকারিকদের সঙ্গে করে নিয়ে ছট ঘাট গুলি সরেজমিনে পরিদর্শন করেন শিলিগুড়ি পুরোনিগমের মেয়র গৌতম দেব।
তিনি সংশ্লিষ্ট এলাকা গুলি ভালো করে পরিদর্শন করেন, যাবতীয় বিষয় খতিয়ে দেখেন। আসলে ছট ব্রতিরা সম্পূর্ণরূপে নির্বিঘ্নে শ্রী শ্রী ছট পুজো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পারেন সেই কারণে এই পদক্ষেপ মেয়র গৌতম দেবের। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবারে ঘাট গুলিতে বিশেষ নজরদারি থাকবে, থাকবে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। মাল নদীতে সম্প্রতি বিজয়া দশমীতে বিসর্জনের দিন মর্মস্পর্শী ঘটনা ঘটে গিয়েছিল, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। কারণ ছট পুজো নদীর ঘাট গুলিতে হয়ে থাকে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থার বেষ্টনী থাকবে , এছাড়া প্রশাসনের তরফে থাকবে বিশেষ নজরদারি।
আরও পড়ুন – চাদের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর কার্যালয় পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা, নিহত ৫০
উল্লেখ্য, সামনে আসন্ন দীপাবলি ও কালীপুজো, তারপরেই রয়েছে শ্রী শ্রী ছট পুজো। শিলিগুড়িতে শারদ উৎসব কালীপুজোর মতো, প্রতিবছর ছট পুজো মহাসমরহে পালিত হয়। প্রচুর মানুষ ছট পুজোর ব্রত করে থাকেন। ছট পুজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই ব্যাপারে শুক্রবার বিভিন্ন আধিকারিকদের সঙ্গে করে নিয়ে ছট ঘাট গুলি সরেজমিনে পরিদর্শন করেন শিলিগুড়ি পুরোনিগমের মেয়র গৌতম দেব।তিনি সংশ্লিষ্ট এলাকা গুলি ভালো করে পরিদর্শন করেন, যাবতীয় বিষয় খতিয়ে দেখেন।
আসলে ছট ব্রতিরা সম্পূর্ণরূপে নির্বিঘ্নে শ্রী শ্রী ছট পুজো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পারেন সেই কারণে এই পদক্ষেপ মেয়র গৌতম দেবের। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবারে ঘাট গুলিতে বিশেষ নজরদারি থাকবে, থাকবে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। মাল নদীতে সম্প্রতি বিজয়া দশমীতে বিসর্জনের দিন মর্মস্পর্শী ঘটনা ঘটে গিয়েছিল, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। কারণ ছট পুজো নদীর ঘাট গুলিতে হয়ে থাকে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থার বেষ্টনী থাকবে , এছাড়া প্রশাসনের তরফে থাকবে বিশেষ নজরদারি।