সামনে পঞ্চায়েত ভোট, শুরু হচ্ছে ‘শিক্ষক বুথে চলো’ কর্মসূচি । বিরোধীদের তোলা নানা ধরনের দূর্নীতির অভিযোগে ইতিমধ্যেই নাজেহাল সরকারের স্বচ্ছ ভাবমূর্তি। শিক্ষক নিয়োগের দুর্নীতিতে বিচারালয়ের অধীনে তদন্ত করছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। জেলে একাধিক নেতা, বিধায়ক, সরকারি আধিকারিকেরা। পাশাপাশি, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূকে নিয়ে কথা বলে বিপাকে পড়েন মন্ত্রী অখিল গিরি। মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার পর রাজনৈতিক দল গুলোর বিক্ষোভ কর্মসূচি কমলেও বিজেপি রাষ্ট্রপতির ছবি নিয়ে আদিবাসী সমাজের মানুষদের মধ্যে চালিয়ে যাচ্ছে কর্মসূচি।
আরও পড়ুন – পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা
এরকম পরিস্থিতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শিক্ষক শিক্ষিকাদের ভোটের প্রচারে নামার কর্মসূচি নিল তৃণমূল শিক্ষক সমিতি। এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, আগামী ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে পরাস্ত করতে ও গ্রাম বাংলার মানুষের জীবন জীবিকা রাস্তাঘাট, আইন শৃঙ্খলা সহ সার্বিক বিকাশের ধারাকে অব্যাহত রাখার জন্য, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে ‘শিক্ষক বুথ চলো’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে স্থায়ী বাসিন্দা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মিটিং সংগঠিত করা হবে। এর মধ্যে দিয়ে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প যা গ্রাম বাংলার প্রান্তিক শ্রমিক মেহনতী মানুষের জন্য, তা যেমন তুলে ধরা হবে। গৌরাঙ্গ চৌহান জানান, প্রতিদিন বিকেলে এক ঘন্টা এবং ছুটির দিনে দুই ঘন্টা সময় ধরে শিক্ষক বুথ চলো কর্মসূচি আগামী তিন মাস ধরে সংঘটিত করা হবে। শিক্ষক সমিতির এই প্রয়াস কতটা কার্যকরী হয়, তা সময়ই বলবে।
উল্লেখ্য, সামনে পঞ্চায়েত ভোট, শুরু হচ্ছে ‘শিক্ষক বুথে চলো’ কর্মসূচি । বিরোধীদের তোলা নানা ধরনের দূর্নীতির অভিযোগে ইতিমধ্যেই নাজেহাল সরকারের স্বচ্ছ ভাবমূর্তি। শিক্ষক নিয়োগের দুর্নীতিতে বিচারালয়ের অধীনে তদন্ত করছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। জেলে একাধিক নেতা, বিধায়ক, সরকারি আধিকারিকেরা। পাশাপাশি, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূকে নিয়ে কথা বলে বিপাকে পড়েন মন্ত্রী অখিল গিরি। মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার পর রাজনৈতিক দল গুলোর বিক্ষোভ কর্মসূচি কমলেও বিজেপি রাষ্ট্রপতির ছবি নিয়ে আদিবাসী সমাজের মানুষদের মধ্যে চালিয়ে যাচ্ছে কর্মসূচি।