সায়নীকে গ্রেফতারের প্রতিবাদে নর্থব্লকের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ

সায়নীকে গ্রেফতারের প্রতিবাদে নর্থব্লকের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সামনে

সায়নীকে গ্রেফতারের প্রতিবাদে নর্থব্লকের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ। ‘সায়নী ঘোষ একটা স্লোগান দিয়েছিলেন বলে গ্রেফতার করা হল, তাহলে প্রধানমন্ত্রীও তো আমাদের রাজ্যে গিয়ে খেলা হবে বলেছিলেন, তাহলে তাঁকে গ্রেফতার করা হবে না কেন?’, প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

সায়নী ঘোষকে কেন গ্রেফতার করা হল, এই প্রশ্ন তুলে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের সাংসদরা। কিন্তু অমিত শাহর সঙ্গে দেখা না হওয়ায় বিক্ষোভ শুরু করেন তাঁরা। ত্রিপুরায় সায়নী ঘোষের গ্রেফতারিকে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক পারদ। এবার একেবারে বিজেপির রাজ্য দফতরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু তৃণমূলের নেতাকর্মীদের।

 

তাঁদের একটাই দাবি, বিজেপি বাংলা ছাড়ো। তৃণমূলের কর্মীদের বিক্ষোভের জেরে দফতরে প্রবেশ করতে পারছেন না বিজেপির নেতা কর্মীরা। যতক্ষণ না সায়নী ঘোষকে ছাড়া হচ্ছে ততক্ষণ সারা বাংলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি চলবে বলেও জানাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা।  সোমবার সকাল থেকেই দলের কর্মী সমর্থকরা প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে মুরলিধর সেন লেনে বিজেপির রাজ্য সদর দফতরের সামনে বসে পড়েন। বিজেপির দফতরে ঢোকার মূল দরজায় ব্যানার লাগিয়ে দেওয়া হয়। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

আপাতত বিজেপি কর্মীদের পার্টি অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিজেপির কয়েকজন কর্মী পার্টি অফিসের সামনে দলীয় পতাকা লাগাতে গেলে তাঁদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসা শুরু হয়। পুলিশি তৎপরতায় তা বড় আকার নেয়নি। বিক্ষোভকারীদের বক্তব্য, ত্রিপুরায় আইনের শাসন নেই। সেখানে জঙ্গলরাজ চলছে। সায়নী ঘোষকে বিনা দোষে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়া দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

 

আর ও পড়ুন     জঙ্গল রাজ চলছে ত্রিপুরায়, বললেন অভিষেক

 

সোমবার সকালে আগতলায় পৌঁছেই বিজেপিকে একহাত নেন অভিষেক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, চূড়ান্ত নৈরাজ্য চলছে৷ গণতন্ত্রের স্তম্ভকে আক্রমণ করা হচ্ছে৷ জঙ্গলরাজ চলছে৷ ‘সায়নী কী এমন করেছিল যে ওকে গ্রেফতার করা হবে৷ স্লোগান দিয়েছিল৷ খেলা হবে বলেছিল৷ তেমন স্লোগান তো নরেন্দ্র মোদিও দিয়েছিলেন৷ তাহলে কী মোদিকেও গ্রেফতার করা হবে?

 

এদিন আইনশৃঙ্খলা সংক্রান্ত কারণে অভিষেককে পদযাত্রা অনুমতি দেয়নি পুলিশ। তার বদেল একটি পথসভার ছাড়পত্র দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, সায়নীকে গ্রেফতারের প্রতিবাদে নর্থব্লকের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ। ‘সায়নী ঘোষ একটা স্লোগান দিয়েছিলেন বলে গ্রেফতার করা হল, তাহলে প্রধানমন্ত্রীও তো আমাদের রাজ্যে গিয়ে খেলা হবে বলেছিলেন, তাহলে তাঁকে গ্রেফতার করা হবে না কেন?’, প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

সায়নী ঘোষকে কেন গ্রেফতার করা হল, এই প্রশ্ন তুলে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের সাংসদরা। কিন্তু অমিত শাহর সঙ্গে দেখা না হওয়ায় বিক্ষোভ শুরু করেন তাঁরা। ত্রিপুরায় সায়নী ঘোষের গ্রেফতারিকে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক পারদ। এবার একেবারে বিজেপির রাজ্য দফতরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু তৃণমূলের নেতাকর্মীদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top