সামশেরগঞ্জে গঙ্গাভাঙ্গনের জেরে প্রাচীন কবরস্থান গঙ্গার গর্ভে। সামশেরগঞ্জ সকাল সকাল আবার ভয়াবহ গঙ্গাভাঙ্গন । স্থানীয় মানুষের দাবি নেতারা আসছে, সেলফি তুলছে কিন্তু গঙ্গা ভাঙনের সমাধান হচ্ছে ন।এমন কি ক্ষিপ্ত গ্রামবাসী তাই সমাধান যদি না হয় সুইসাইড এর হুমকি দেয়।প্রতিনিয়ত এই ভাঙ্গন অব্যাহত রয়েছে সামশেরগঞ্জের একধিক জায়গায় ।ঘনেশ্যামপুর গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙ্গন লক্ষ্য করা যায়। এমন কি মুসলিম সম্প্রদায় মানুষের দাফনে যে জায়গা কবরস্থান সেটাও গঙ্গায় তলিয়ে গেল সকাল সকাল।
ভাঙ্গন ঘিরে আতঙ্ক শুরু হয়েছে এলাকায় । আর কতদিন এই দৃশ্য দেখতে হবে সামশেরগঞ্জের ভাঙ্গন কবলিত এলাকার মানুষের। তাদের কি স্থায়ী সমাধান হবে না, এই ভাবেই ধুকে ধুকে মরতে হবে ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের। তাদের ভিটা মাটি ছেড়ে যেতে হচ্ছে অন্য কোথাও। কোথায় মিলবে এর সমাধান, কোণঠাসাই ভুগছেন শামসেরগঞ্জ বাসি ।
আরও পড়ুন – তৃণমূলের জনসভায় মহিলাদের উপস্থিতি কম, লক্ষ্মীর ভান্ডার বন্ধের নিদান!
উল্লেখ্য, সামশেরগঞ্জ সকাল সকাল আবার ভয়াবহ গঙ্গাভাঙ্গন । স্থানীয় মানুষের দাবি নেতারা আসছে, সেলফি তুলছে কিন্তু গঙ্গা ভাঙনের সমাধান হচ্ছে ন।এমন কি ক্ষিপ্ত গ্রামবাসী তাই সমাধান যদি না হয় সুইসাইড এর হুমকি দেয়।প্রতিনিয়ত এই ভাঙ্গন অব্যাহত রয়েছে সামশেরগঞ্জের একধিক জায়গায় ।ঘনেশ্যামপুর গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙ্গন লক্ষ্য করা যায়। এমন কি মুসলিম সম্প্রদায় মানুষের দাফনে যে জায়গা কবরস্থান সেটাও গঙ্গায় তলিয়ে গেল সকাল সকাল।
ভাঙ্গন ঘিরে আতঙ্ক শুরু হয়েছে এলাকায় ।আর কতদিন এই দৃশ্য দেখতে হবে সামশেরগঞ্জের ভাঙ্গন কবলিত এলাকার মানুষের। তাদের কি স্থায়ী সমাধান হবে না, এই ভাবেই ধুকে ধুকে মরতে হবে ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের। তাদের ভিটা মাটি ছেড়ে যেতে হচ্ছে অন্য কোথাও। কোথায় মিলবে এর সমাধান, কোণঠাসাই ভুগছেন শামসেরগঞ্জ বাসি । সামশেরগঞ্জে