নদীয়া – সামাজিক মাধ্যমে দেশবিরোধী পোস্ট করার অভিযোগে শান্তিপুর ব্লকের গয়েশপুর টেংরিডাঙ্গা থেকে গ্রেফতার যুবককে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, শান্তিপুর থানার টেংরিডাঙ্গা গ্রামের বাসিন্দা এক যুবক সোমবার সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনা বাহিনী সহ একাধিক বিষয়ে দেশবিরোধী পোস্ট করে। আর এই বিষয় জানাজানি হতেই ঐ যুবককে গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় সনাতনী হিন্দু সমাজ । আর এর পরই সেই ঘটনার প্রেক্ষিতে শরীফ শেখ নামের ওই যুবককে গ্রেফতার করে শান্তিপুর পুলিশ। মঙ্গলবার শান্তিপুর পুলিশ ধৃতকে রানাঘাট আদালতে পাঠালে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
