নিজস্ব সংবাদদাতা, আসানসোল:- করোনা ভাইরাস ধীরে ধীরে আসানসোল শিল্পাঞ্চলে জোরালো ভূমিকা নিচ্ছে, কিন্তু এতসব জানার পর অনেকেই এখনো বিনা মাস্কে রাস্তায় বার হচ্ছে। সরকার থেকে সবরকমের প্রচার সত্ত্বেও নির্দেশকে অমান্য করে বিনা মাস্কে যত্রতত্র ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। সোমবার রাখীর দিন পুলিশ প্রশাসন থেকে পুলিশ লাইনে এডিপিসি কৈলাশপতি মাহাতোর নেতৃত্বে পুলিশ কর্মীরা রাস্তায় বিনা মাস্কে বাইরে বার হওয়া জনগনকে মাস্ক পড়িয়ে দিলেন। কৈলাশপতি মাহাতো জানান রাখীর দিনে বোন ভাইকে রাখী পড়ান কিন্তু ভাই বিনা মাস্কে বাইরে বেরিয়ে করোনা আক্রান্ত হয়ে গেলে তার সুরক্ষা কে করবে। তাই রাখীর থেকে বেশী প্রয়োজন নিজের সুরক্ষা, তাই রাখীর দিন যতজন বিনা মাস্কে রুমাল বেধে আসবেন তাদের সবাইকে মাস্ক বিতরণ করা হবে ভাইদের নিরাপত্তার জন্য।
সামাজিক সুরক্ষার জন্য পুলিশ প্রশাসন থেকে মাস্ক বিতরণ।
সামাজিক সুরক্ষার জন্য পুলিশ প্রশাসন থেকে মাস্ক বিতরণ।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram