সামান্থা আর নাগা চৈতন্যের বিচ্ছেদ কি হয়ে গেলো ?

সামান্থা আর নাগা চৈতন্যের বিচ্ছেদ কি হয়ে গেলো ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সামান্থা

সামান্থা আর নাগা চৈতন্যের বিচ্ছেদ কি হয়ে গেলো ?  জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনির বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই গুঞ্জন ফের একবার  নতুন মোড় নিয়েছে। স্বামী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে একই ছাদের নিচে থাকছেন না এই দক্ষিণী অভিনেত্রী। এমনটাই খবর চাউর হয়েছে।

জানা গিয়েছে, নাগা চৈতন্য এরই মধ্যে বাড়ি  বদল করে তাঁর বাবা মেগাস্টার নাগার্জুনের বাসভবনে চলে গেছেন। আর সামান্থা বলিউডে ক্যারিয়ার গড়ার জন্য হায়দরাবাদ থেকে মুম্বাইয়ে গিয়ে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছেন। সুত্রের খবর,  এই দম্পতির মধ্যে দুই পরিবারের সমঝোতার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। নাগা চৈতন্য বাবা-মায়ের সাথে থাকার জন্য সামান্থার সঙ্গে যে বাড়িতে থাকতেন, সেখান থেকে বেরিয়ে গেছেন।

 

আর ও  পড়ুন    ভ্যানিলা আইসক্রিমের ইমোজি দিয়ে নিজেকে ‘ভ্যানিলা ঘূর্ণি’ বললেন এই অভিনেত্রী

 

কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আক্কিনেনি পদবি মুছে ফেলেন সামান্থা। এর পর থেকে সামান্থা ও তাঁর স্বামী নাগা চৈতন্যের বিচ্ছেদের গুঞ্জন চড়তে শুরু করে।  জানা যায়,  পারিবারিক কারণে নাগা চৈতন্য কোনও পরিচালক ও প্রযোজকের ফোন ধরছেন না। তবে উভয় পক্ষ থেকেই বিচ্ছেদের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য এখনও করা হয়নি।

 

 

View this post on Instagram

 

A post shared by S (@samantharuthprabhuoffl)

 

সম্প্রতি সামান্থা আক্কিনেনি অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমের ব্যাপক সাফল্য পায়। পত্রপত্রিকার খবর, সামান্থার হাতে রয়েছে দুটি তামিল সিনেমা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top