সামান্য নাগরিক সচেতনতার জন্য ক্ষোভ উগড়ে দিলেন মিমি চক্রবর্তী

সামান্য নাগরিক সচেতনতার জন্য ক্ষোভ উগড়ে দিলেন মিমি চক্রবর্তী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী বিভিন্ন সামাজিক ও বিনোদন সংক্রান্ত বিষয় নিয়ে সোচ্চার থাকার জন্য পরিচিত। এবার তিনি নগর জীবনের অসভ্য আচরণ ও সচেতনতার অভাব নিয়ে উগড়ে দিলেন ক্ষোভ। সম্প্রতি মা উড়ালপুল দিয়ে যাওয়ার সময় ব্রিজের দেওয়ালে লেগে থাকা লাল পানের পিক নজরে আসে নায়িকার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, “কেন কেন কেন? কিছু ঘটলেই প্রশাসনের দিকে আঙুল তোলা খুব সহজ, তাই না? কিন্তু কখনও কি ভেবে দেখেছেন আপনার সামান্য নাগরিক সচেতনতা কত কিছু কতটা বদলে দিতে পারে? আমি সামান্য একটু নাগরিক সচেতনতার কথা বলছি, কোনও রকেট সায়েন্স নয়। আমাদের সিটি অফ জয় আমাদের গর্ব, তাহলে সেটার যত্ন নেবেন না কেন? ছোট ছোট বদলই তো বড় পরিবর্তনের সূচনা করে…”

মিমির এই বার্তায় নগরবাসীকে ছোট ছোট দায়িত্বশীল কাজের গুরুত্ব বোঝাতে চাওয়া হয়েছে। শহরের আবর্জনা, পানের পিক ও অন্যান্য অশোভন আচরণ নিয়ে সচেতন হওয়া নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব।

বিনোদন দুনিয়াতেও মিমি শিরোনামে। তাঁর শেষ মুক্তপ্রাপ্ত ছবি ‘রক্তবীজ ২’ বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। বিকিনি লুকের কারণে ছবিটি চর্চায় এসেছে। এছাড়া তাঁর অভিনীত ‘ডাইনি’ সিরিজও প্রশংসিত হয়েছে। আগামী বছরের শুরুতে মুক্তি পাবে তাঁর ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

অন্যদিকে, মিমি নাম জড়িয়েছিল অবৈধ অনলাইন বেটিং অ্যাপ প্রচারের সঙ্গে, যার কারণে টলিউড নায়িকাকে সমন পাঠানো হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) থেকে। নির্দেশ অনুযায়ী ১৫ সেপ্টেম্বর, দিল্লিতে ইডির অফিসে হাজিরা দেন মিমি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top