তৃণমূল প্রার্থীদের প্রচারে সায়ন্তিকা

তৃণমূল প্রার্থীদের প্রচারে সায়ন্তিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সায়ন্তিকা

তৃণমূল প্রার্থীদের প্রচারে সায়ন্তিকা । মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নির্বাচনী প্রচারে এলেন বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। মঙ্গলবার প্রথমে তিনি মেদিনীপুর পুরসভার ২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিতালী ব্যানার্জির সমর্থনে ২ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে রোড শো করেন। এরপর একে একে ৩ নং ২২ নং সহ একাধিক ওয়ার্ডে হুড খোলা জিপে রোড শো এর মাধ্যমে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করেন। প্রচার শেষে সাংবাদিকদের তিনি জানান, মেদিনীপুরের তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করতে পেরে তিনি যথেষ্ট খুশি।

 

মেদিনীপুরের মানুষ তাকে যেমন দুই হাত তুলে স্বাগত জানিয়েছেন আগামী পৌরসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদেরও দুই হাত তুলে আশীর্বাদ করবেন। মেদিনীপুর পৌরসভার 25 টি আসনে জয়লাভ করবে তৃণমূল প্রার্থীরা এবং পৌরসভা গঠন করবে তৃণমূল ।সেই সঙ্গে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি বলেন মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে যা বিধানসভা নির্বাচনে প্রমাণিত হয়েছে। মেদিনীপুর শহরের মানুষ ভোট দিয়েছিলেন বলে জুন মালিয়া মেদিনীপুর থেকে বিধায়ক নির্বাচিত হতে পেরেছেন ।

 

আর ও পড়ুন     কাকদ্বীপে ১১৪ পিস ভোলা মাছ বিক্রি হলো ৬০ লক্ষ টাকার বেশী দামে

 

তাই মেদিনীপুর শহরবাসীর প্রতি তৃণমূল কংগ্রেসের আশা-ভরসা রয়েছে। সেই জন্য মেদিনীপুর শহরের উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে মেদিনীপুরের মানুষ ভোট দিয়ে পৌর বোর্ড গঠনে সহায়তা করবে। এছাড়াও তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর শহরের উন্নয়নে একাধিক কাজ করেছেন। আগামী দিনে মেদিনীপুর কে সাজিয়ে তোলার কাজ করবেন।

 

সায়ন্তিকা ব্যানার্জি সঙ্গে প্রচারে ছিলেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা সহ আরো অনেকে । তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন বিধানসভা নির্বাচনের মতো বিজেপি ও বাম ,কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করবে । তৃণমূল কংগ্রেসএর প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top