সারমেয এর চিৎকার ফুল তুলতে গিয়ে সদ্যোজাত শিশু কন্যা উদ্ধার। বসিরহাট থানার বসিরহাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বড় কালিবাড়ি পাড়ার ঘটনা। স্থানীয় বাসিন্দা সুমন বিশ্বাস সকাল বেলা বাড়ির পুজোর ফুল তুলতে এসে দেখে ঝোপের মধ্যে সদ্য জাতের কান্নার আওয়াজ পাশে বসে রয়েছে একটি সারমেয়। তারপরের স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখে ঝোপের মধ্যে কাপড় জড়ানো শিশুকন্যা জীবিত অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার করে, বসিরহাট থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই শিশু কন্যাকে উদ্ধার করে। বসিরহাট স্বাস্থ্য জেলা হসপিটালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান আজ ভোররাতে ওই নবজাতকের জন্ম হয়েছে। ইতিমধ্যে শিশুকে চিকিৎসা করার জন্য একটি মেডিকেল বোর্ড বসানো হয়েছে। যাতে তার শারীরিক অবনতি না হয়।
ওই ওয়ার্ডের বাসিন্দা সুমন বিশ্বাস আজ সকাল সাড়ে সাতটা নাগাদ ফুল তুলতে যায় দেখে একটি সারমেয় সদ্যোজাত শিশু কন্যাকে আগলে বসে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ডাকলে সবাই জড়ো হয় তাদের অভিযোগ এটি এলাকারই কোন মহিলার কাজ। পুলিশ তদন্ত করুক কেনই বা এই সদ্যোজাতকে খোলা আকাশের নিচে জঙ্গলের মধ্যে ফেলে রেখে পালালো ।সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ভ্রুণ হত্যা নিয়ে কঠোর নির্দেশ দিয়েছে। আর সেই নির্দেশ অমান্য করে ভ্রুন টাকে পরিণত ভ্রুন করে পরিকল্পনা করে মেরে ফেলার চক্রান্ত করেছিল। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন – ফুটবল বিশ্বকাপের বিভিন্ন আশ্চর্য জনক ঘটনা
উল্লেখ্য, বসিরহাট থানার বসিরহাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বড় কালিবাড়ি পাড়ার ঘটনা। স্থানীয় বাসিন্দা সুমন বিশ্বাস সকাল বেলা বাড়ির পুজোর ফুল তুলতে এসে দেখে ঝোপের মধ্যে সদ্য জাতের কান্নার আওয়াজ পাশে বসে রয়েছে একটি সারমেয়। তারপরের স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখে ঝোপের মধ্যে কাপড় জড়ানো শিশুকন্যা জীবিত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার করে, বসিরহাট থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই শিশু কন্যাকে উদ্ধার করে। বসিরহাট স্বাস্থ্য জেলা হসপিটালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান আজ ভোররাতে ওই নবজাতকের জন্ম হয়েছে। ইতিমধ্যে শিশুকে চিকিৎসা করার জন্য একটি মেডিকেল বোর্ড বসানো হয়েছে।