দেশ – দেশজুড়ে আজ পালিত হচ্ছে জাতীয় একতা দিবস। আজ ভারতের ‘আয়রন ম্যান’ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষেই সারা দেশে নানা অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপিত হচ্ছে এই দিনটি। শুক্রবার সকালে নয়া দিল্লির সর্দার প্যাটেল চকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কেভাদিয়ায় অবস্থিত ‘স্ট্যাচু অব ইউনিটি’-তে পুষ্পস্তবক অর্পণ করে জাতিকে একতার বার্তা দেন।
১৮২ মিটার উঁচু এই স্ট্যাচু অব ইউনিটি সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী আজ সকালে সেখানে জাতীয় একতা শপথ বাক্য পাঠ করেন এবং দেশের নাগরিকদের ঐক্যের বার্তা দেন। এরপর শুরু হয় একতা দিবসের মূল অনুষ্ঠান। গার্ড অব অনার এবং ফ্ল্যাগ মার্চের মাধ্যমে একতা প্যারেড শুরু হয়, যার পরে সম্পূর্ণ মহিলা অফিসারদের অংশগ্রহণে বিশেষ প্যারেড অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে অংশ নেন দেশজুড়ে বিভিন্ন নিরাপত্তা বাহিনী — পুলিশ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, এবং ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC)। তারা প্রদর্শন করেন মার্শাল আর্ট, মোটরবাইকে স্টান্ট এবং বিভিন্ন রাজ্যের সংস্কৃতির প্রতিফলন ঘটানো ট্যাবলো। প্যারেডে ছিল পুলিশের উট, ঘোড়া ও কুকুর বাহিনীর বিশেষ প্রদর্শনীও। দিনশেষে ভারতীয় বায়ুসেনার দুর্দান্ত এয়ার শো-র মাধ্যমে শেষ হয় এই মহা অনুষ্ঠান।
গতকাল, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদী গুজরাটের একতা নগরে গিয়ে সর্দার প্যাটেলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। আজকের মূল অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সর্দার প্যাটেলের পৌত্র এবং পরিবারের অন্যান্য সদস্যরা, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ তৈরি করে।




















