সারা রাজ্যের পাশাপাশি শালতোড়া ব্লকেও সূচনা হল ‘উন্নয়নের ১১ বছর’ কর্মসূচির । মমতা সরকারের ১১ বছরের বিভিন্ন জনকল্যাণকর প্রকল্প গুলিকে জনসমক্ষে তুলে ধরতে বৃহস্পতিবার সূচনা হলো ‘উন্নয়নের ১১ বছর’ কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতা থেকে ভার্চুয়ালি যার শুভ সূচনা করলেন। এছাড়া তিনি মঞ্চে আরো নতুন লক্ষ্মীর ভান্ডার উপ ভোক্তাদের হাতে চেক এবং শংসা পত্র তুলে দিলেন। সাংবাদিক বৈঠকে বাঁকুড়ার জেলা শাসক কে. রাধিকা আইয়ার জানান সারা রাজ্যের প্রতিটি ব্লক এবং মিউনিসিপ্যালিটি এই কর্মসূচি পালন করা হবে।
এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বাঁকুড়ার শালতোড়া ব্লকে এই উপলক্ষ্যে ব্লক ও প্রশাসনের পক্ষ থেকে দিনটি ট্যাবলো, পথ পরিক্রমা, বক্তৃতা, সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে পালন করা হয়। কন্যাশ্রীর মেয়েরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। ব্লক প্রশাসন সূত্রে জানা যায় ৫ ই মে থেকে ২০ ই মে ব্লকের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। থাকবে বিভিন্ন স্টল, অনুষ্ঠিত হবে বসে আঁকো, রোঙ্গলি, ফুটবল, প্রবন্ধ এবং বিভিন্ন প্রতিযোগিতা। ৫ই মে শালতোড়া ব্লকের উন্নয়নের ১১ বছর শীর্ষক এই অনুষ্ঠানে কন্যাশ্রী দের সামনে রেখে তাদের নিয়ে অনুষ্ঠান হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়ার বিডিও মানস কুমার গিরি, জয়েন্ট বিডিও মিলন মালাকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, শালতোড়া থানার ওসি শুভাশিস হালদার, সমাজসেবী সন্তোষ মন্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধ ক্য, সদস্য ও গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং ব্লকের বিভিন্ন আধিকারিক গণ।
আরও পড়ুন- বাংলা দলের অধিনায়ক মনোতোষ চাকলাদার ও স্ট্রাইকার দিলীপ ওঁরাওকে চাকরি দিল নবান্ন
উল্লেখ্য, মমতা সরকারের ১১ বছরের বিভিন্ন জনকল্যাণকর প্রকল্প গুলিকে জনসমক্ষে তুলে ধরতে বৃহস্পতিবার সূচনা হলো ‘উন্নয়নের ১১ বছর’ কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতা থেকে ভার্চুয়ালি যার শুভ সূচনা করলেন। এছাড়া তিনি মঞ্চে আরো নতুন লক্ষ্মীর ভান্ডার উপ ভোক্তাদের হাতে চেক এবং শংসা পত্র তুলে দিলেন। সাংবাদিক বৈঠকে বাঁকুড়ার জেলা শাসক কে. রাধিকা আইয়ার জানান সারা রাজ্যের প্রতিটি ব্লক এবং মিউনিসিপ্যালিটি এই কর্মসূচি পালন করা হবে।
এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বাঁকুড়ার শালতোড়া ব্লকে এই উপলক্ষ্যে ব্লক ও প্রশাসনের পক্ষ থেকে দিনটি ট্যাবলো, পথ পরিক্রমা, বক্তৃতা, সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে পালন করা হয়। কন্যাশ্রীর মেয়েরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। ব্লক প্রশাসন সূত্রে জানা যায় ৫ ই মে থেকে ২০ ই মে ব্লকের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। থাকবে বিভিন্ন স্টল, অনুষ্ঠিত হবে বসে আঁকো, রোঙ্গলি, ফুটবল, প্রবন্ধ এবং বিভিন্ন প্রতিযোগিতা। ৫ই মে শালতোড়া ব্লকের উন্নয়নের ১১ বছর শীর্ষক এই অনুষ্ঠানে কন্যাশ্রী দের সামনে রেখে তাদের নিয়ে অনুষ্ঠান হয়।