নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২২ শে আগস্ট :সারা রাজ্যের সাথে শিলিগুড়িতেও বিজেপি যুব মোর্চার বাইক মিছিল আটকে দিল পুলিশ।বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির বিধান মার্কেট থেকে মিছিলটি ভেনাস মোরের দিকে আসছিল
সেই সময় শিলিগুড়ি থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী মিছিল আটকে দেয় ও মিছিলে থাকা পাঁচটি বাইক ও ১৯জন যুব মোর্চার কর্মীকে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে যায়৷অন্যদিকে শিলিগুড়ির গেটবাজার স্থিত বিজেপির পার্টি অফিস থেকে একটি বাইক মিছিল বের করতে গেলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ প্রায় ১৬জনকে আটক করে থানায় নিয়ে যায়।শ্যামাপ্রসাদ মুখার্জি স্বপ্ন পূরণ অভিযান কর্মসূচিতে একটি বাইক মিছিল এর আয়োজন করেছিল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা,সেই মিছিলে দলীয় পতাকার পাশাপাশি জাতীয় পতাকা নিয়ে পথে নেমেছিলেন যুবমোর্চা,যুবমোর্চার পক্ষ থেকে জানান হয় কাশ্মীরে মোদি সরকার ৩৭০ ধারা বিলুপ্ত করার জন্যই উচ্ছাস প্রকাশ করতে এই মিছিলের আয়োজন করেছিলেন কিন্তু বাইক মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ।আটক বিজেপি কর্মীদের মুক্তির দাবীত থানার গেটে আটকে বিক্ষোভরত অবস্থায় রয়েছে যুব মোর্চার কর্মী ও সমর্থকরা।