এবারে দুয়ারের সার্টিফিকেট প্রকল্প চালু হলো মালদায়।শারীরিক প্রতিবন্ধকতার জেরে যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা ব্লক ভিত্তিক সনাক্তকরণ শিবিরে আসতে অপারগ তাদের প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করল মালদা জেলা প্রশাসন।জেলা শাসকের নির্দেশে সেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বাড়িতে পৌঁছে গেলো মেডিকেল বোর্ড। জেলা শাসকের নির্দেশ মালদার চাঁচলে কালিগ্রাম মতিয়ার পুর সহ বেশ কিছু এলাকায় বিডিও র নেতৃত্বে পৌঁছে যায় মেডিকেল টিম।
কলি গ্রাম এলাকার এক প্রতিবন্ধী শিশুর বাড়িতে যায় মেডিকেল টিম। সেখানে প্রথমে ফ্রম পূরণের পাশপাশি চিকিৎসক দিয়ে সনাক্তকরন তারপর হাতে সংশা পত্র তুলে দেন প্রশাসনের আধিকারিকেরা।দেওয়ার শংসাপত্র ও মানবিকতার আবেদন পত্র। তারপর ভিডিও কনফারেন্এর মধ্যে দিয়ে সেই প্রতিবন্ধী শিশুর পরিবারের সাথে কথা বলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া।
আরও পড়ুন – পাট্টা জমির রেকর্ড সহ একাধিক দাবি দাবা নিয়ে চন্দ্রকোনারোডে বিক্ষোভ মিছিল CPI(M)-এর
চলতি মাসের ৬ জুলাই থেকে জেলা জুড়ে শুরু হয়েছে দুয়ারে মেডিকেল বোর্ড। মালদার জেলা শাসকের নির্দেশে বিশেষ চাহিদা সম্পন্নদের শংসাপত্র ও মানবিক ভাতার ব্যবস্থা করতে এই সুবিধা। গতকাল চাঁচল ১ নং ব্লকের বেশ কয়েকটি প্রতিবন্ধী শিশুর দুয়ারে বসে এই মেডিকেল বোর্ড। প্রশাসন সূত্র দাবি এই ব্যবস্থায় সংশ্লিষ্ট বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ শংসাপত্র পেলে তার মানবিক ভাতা দ্রুত চালুর ব্যাপারে উদ্যোগ নিতে পারবে প্রশাসন। এই দিনের এই দুয়ারে মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন চাচল ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য, সাইক্রিয়াটিস্ট শ্রেয়া ঘোষ সহ স্বাস্থ্য দপ্তর ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকেরা।
উল্লেখ্য, এবারে দুয়ারের সার্টিফিকেট প্রকল্প চালু হলো মালদায়।শারীরিক প্রতিবন্ধকতার জেরে যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা ব্লক ভিত্তিক সনাক্তকরণ শিবিরে আসতে অপারগ তাদের প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করল মালদা জেলা প্রশাসন।জেলা শাসকের নির্দেশে সেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বাড়িতে পৌঁছে গেলো মেডিকেল বোর্ড। জেলা শাসকের নির্দেশ মালদার চাঁচলে কালিগ্রাম মতিয়ার পুর সহ বেশ কিছু এলাকায় বিডিও র নেতৃত্বে পৌঁছে যায় মেডিকেল টিম।
কলি গ্রাম এলাকার এক প্রতিবন্ধী শিশুর বাড়িতে যায় মেডিকেল টিম। সেখানে প্রথমে ফ্রম পূরণের পাশপাশি চিকিৎসক দিয়ে সনাক্তকরন তারপর হাতে সংশা পত্র তুলে দেন প্রশাসনের আধিকারিকেরা। দেওয়ার শংসাপত্র ও মানবিকতার আবেদন পত্র। তারপর ভিডিও কনফারেন্এর মধ্যে দিয়ে সেই প্রতিবন্ধী শিশুর পরিবারের সাথে কথা বলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া।