ডঃ মেঘনাদ সাহা কলেজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বৈঠক. কলজের সার্বিক বিকাশে অভিভাবক ও অভিভাবিকাদের মতামতকে প্রাধান্য দিতে বিশেষ পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হল ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজে। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের রানীপুর এলাকায় অবস্থিত ডঃ মেঘনাদ সাহা কলেজের সভাকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয় কলজের আইকিউএসি বিভাগের উদ্যোগে।
কলজে কর্তৃপক্ষের আহ্বানে এদিন পর্যালোচনা বৈঠকে যোগ দেয় উত্তর দিনাজপুর সহ পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকে আসা কলেজের বিভিন্ন বিভাগে পাঠরত প্রথম সেমিস্টারের অনার্সের ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকারা। মূলত, ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজের সার্বিক উন্নয়ন অর্থাৎ কলেজের পঠপাঠন, পরিকাঠামো, সৌন্দর্যায়ন সহ একাধিক বিষয়ে কলেজকে আরো কি কি ভাবে উন্নত করা যাবে সেই সমস্ত বিষয়ে এই প্রথম অভিভাবক ও অভিভাবিকাদের মতামতের গুরুত্ব জানতে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন বলে জানাযায় কলেজ কর্তৃপক্ষের তরফে।
কলেজে কর্তৃপক্ষের এমন অভিনব চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছে বৈঠকে উপস্থিত অভিভাবক ও অভিভাবকেরাও। এদিনের বৈঠকে কলেজের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পড়াশুনার বিকাশের ক্ষেত্রে বিভিন্ন মত প্রসন করে অভিভাবক ও অভিভাবিকারা। কলেজ কর্তৃপক্ষ অভিভাবকদের বিভিন্ন মতামত শুনে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। উপস্থিত ছিলেন, কলেজের প্রশাসক ডঃ সুব্রত সাহা, উপাধক্ষ ডঃ মুকুন্দ মিশ্র, আইকিউএসি কো-অর্ডিনেটর তথা অধ্যাপক সুকুমার বাড়ই, জয় গোপাল বিশ্বাস, প্রসেনজিৎ চৌধুরী সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগণ।
আরও পড়ুন – সুন্দরবন পরিদর্শন নিয়ে প্রচার চায়নি তৃণমূল
উল্লেখ্য, কলজের সার্বিক বিকাশে অভিভাবক ও অভিভাবিকাদের মতামতকে প্রাধান্য দিতে বিশেষ পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হল ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজে। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের রানীপুর এলাকায় অবস্থিত ডঃ মেঘনাদ সাহা কলেজের সভাকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয় কলজের আইকিউএসি বিভাগের উদ্যোগে।
কলজে কর্তৃপক্ষের আহ্বানে এদিন পর্যালোচনা বৈঠকে যোগ দেয় উত্তর দিনাজপুর সহ পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকে আসা কলেজের বিভিন্ন বিভাগে পাঠরত প্রথম সেমিস্টারের অনার্সের ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকারা। মূলত, ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজের সার্বিক উন্নয়ন অর্থাৎ কলেজের পঠপাঠন, পরিকাঠামো, সৌন্দর্যায়ন সহ একাধিক বিষয়ে কলেজকে আরো কি কি ভাবে উন্নত করা যাবে সেই সমস্ত বিষয়ে এই প্রথম অভিভাবক ও অভিভাবিকাদের মতামতের গুরুত্ব জানতে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন বলে জানাযায় কলেজ কর্তৃপক্ষের তরফে।