নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৬ জানুয়ারি, সালানপুর ব্লকের জিৎপুর পঞ্চায়েতের অন্তর্গত প্রান্ত পল্লী প্রি প্রাইমারি স্কুলে ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল সেই জাতীয় পতাকা উত্তোলনের কিছুক্ষণ পরেই নামিয়ে দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক অরূপ দত্তকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, জাতীয় পতাকা ঠিক সময় মতো তোলা হয়েছিল কিন্তু তাদের জাতীয় পতাকাও লোহার পাইপ নাকি চুরি হয়ে যায় তাই চুরির ভয়ে তিনি দেশের প্রতীক জাতীয় পতাকা সময়ের আগেই নামিয়ে দেন। এভাবে কি করে জাতীয় পতাকার অবমাননা করা হল সে নিয়ে এলাকায় গ্রামবাসীরা ও যুবকরা ক্ষোভে ফেটে পড়েন।
সকলের অভিযোগ, প্রধান শিক্ষক ঠিকমতন স্কুলে আসেনা তাছাড়াও এভাবে জাতীয় পতাকাকে অপমান করা ঠিক নয়। তারউপর তিনি গ্রামবাসীদের উপর দোষ চাপিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করছেন।জাতীয় পতাকার চুরির কোথায় সকলে বিস্ময়ে বলেন কেউ কোনদিন জাতীয় পতাকা চুরি করে সেটা কি করে সম্ভব! কিছুজন স্থানীয় যুবক বিকাশ রাউৎ, জিয়ারাম মিত্র, উজ্জ্বল দে, দীপেন সিং, সকলে মিলে শিক্ষকের এই জাতীয় পতাকা অবমাননা-কে নিয়ে তীব্র নিন্দা জানিয়ে স্কুলের অফিস ঘর তালা ঝুলিয়ে দেন ও প্রধান শিক্ষকের কঠোর শাস্তির দাবী জানান।