বিনোদন – টেলিভিশন দুনিয়ার পরিচিত নাম কৌশাম্বী চক্রবর্তী, যিনি জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এ দিদিয়ার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। ব্যক্তিগত জীবনেও তিনি খবরে, কারণ তিনি বাংলা ধারাবাহিকের আরেক জনপ্রিয় মুখ আদৃত রায়ের জীবনসঙ্গিনী। তবে কৌশাম্বী শুধুমাত্র আদৃতের স্ত্রী হিসেবেই নয়, বরং নিজের অভিনয়ের দক্ষতায় ইন্ডাস্ট্রিতে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তাঁর একটি ফটোশ্যুট ঘিরে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলিতে কৌশাম্বীকে দেখা গেছে কালো ডিপ নেক টপ ও ডেনিম শর্টসে অত্যন্ত সাহসী অবতারে। খোলা চুল ও হালকা মেকআপে তাঁর লুক একদিকে যেমন বোল্ড, অন্যদিকে তেমনই নজরকাড়া। তাঁর এমন খোলামেলা লুক দেখে চমকে উঠেছেন নেটিজেনরা, কারণ সাধারণত তাঁকে দেখা যায় অনেক বেশি ঘরোয়া ও সাদামাটা সাজে। ফলে হঠাৎ করে তাঁর এই রূপান্তর অনেককে অবাক করেছে। তবে এটিই প্রথম নয়—কৌশাম্বীর ইনস্টাগ্রাম ঘাঁটলেই দেখা যাবে, নানা সময় তিনি সাহসী ফটোশ্যুট করেছেন, যা তাঁকে আরও আত্মবিশ্বাসী ও আধুনিক অভিনেত্রী হিসেবে তুলে ধরে।
সম্প্রতি কৌশাম্বী তাঁর জন্মদিন উদ্যাপন করেছিলেন এক বৃদ্ধাশ্রমে, যা তাঁর সংবেদনশীল দিকটিও সামনে আনে। পেশাগত দিক থেকে তিনি একের পর এক ধারাবাহিকে অভিনয় করে চলেছেন। ‘মিঠাই’ শেষ হওয়ার পর তাঁকে দেখা যায় ‘ফুলকি’ সিরিয়ালে পারমিতার চরিত্রে। এই ধারাবাহিক চলাকালীনই আদৃত রায়ের সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। তাঁদের বিবাহিত জীবনের প্রথম বর্ষপূর্তি সম্প্রতি পালিত হয়েছে। বর্তমানে কৌশাম্বী অভিনয় করছেন রাজ চক্রবর্তী প্রযোজিত ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এ, যেখানে তিনি ডাক্তার মোহনা নামক এক নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। এই খলনায়িকা চরিত্রটিও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সিরিয়ালটি টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে।
সব মিলিয়ে কৌশাম্বী চক্রবর্তী এখন শুধু জনপ্রিয় অভিনেত্রীই নন, বরং সোশ্যাল মিডিয়াতেও এক সাহসী ও আত্মবিশ্বাসী সেলিব্রিটি ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। তাঁর এই রূপান্তর এবং অভিনয়ের ধার একসঙ্গে তাঁকে করে তুলেছে বহুমাত্রিক ও আলোচনার কেন্দ্রবিন্দু।
