সাহিত্যিক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ফেলোশিপ প্রদান করলো সাহিত্য অ্যাকাডেমি

সাহিত্যিক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ফেলোশিপ প্রদান করলো সাহিত্য অ্যাকাডেমি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সাহিত্যিক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ফেলোশিপ প্রদান করলো সাহিত্য অ্যাকাডেমি। বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, সাহিত্যিক, শীর্ষেন্দু মুখোপাধ্যায় কে দেশের সর্বোচ্চ সাহিত্য সম্মান ফেলোশিপ প্রদান করলো সাহিত্য অ্যাকাডেমি। আজ কলকাতায় সাহিত্য অ্যাকাডেমি সভাঘরে শীর্ষেন্দু মুখোপাধ্যায় কে ফেলোশিপ তুলে দেন সাহিত্য একাডেমির সভাপতি চন্দ্রশেখর কাম্বার। সাহিত্য অ্যাকাডেমি র সচিব কে শ্রীনিবাস রাও বলেন বহু সম্মানে ভূষিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা শুধু বাংলা ভাষী মানুষদের কাছে নয় সারা দেশে জনপ্রিয়।

 

তাকে ফেলোশিপ দিতে পেরে সাহিত্য অ্যাকাডেমি গর্বিত।(হোল্ড/sync) পুরস্কার পেয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন পুরস্কার তাকে আরো অবনত করে। তার মনে প্রশ্ন তোলে এই সম্মান তার প্রাপ্য কি না। তবে তার লেখা শিশুদের মধ্যে যে জনপ্রিয় টা তাকে উদ্বেলিত করে। জীবনের অবিমিশ্র পথে পরিকল্পনা হিন ভাবে চলতে চলতেই তার লেখক হয়ে ওঠা। (হোল্ড/sync) সাহিত্য অ্যাকাডেমি সাভাঘরে তার সৃষ্টি কাজকর্ম নিয়ে এক আলোচনা সভায় অংশ নেন কবি সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, স্মরঞ্জিত চক্রব্ত্তী প্রমুখ।

আরও পড়ুন – বোনের প্রেমিক সন্দেহ? খুনের চেষ্টা যুবককে গ্রেপ্তার সেনা কর্মী

উল্লেখ্য, বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, সাহিত্যিক, শীর্ষেন্দু মুখোপাধ্যায় কে দেশের সর্বোচ্চ সাহিত্য সম্মান ফেলোশিপ প্রদান করলো সাহিত্য অ্যাকাডেমি। আজ কলকাতায় সাহিত্য অ্যাকাডেমি সভাঘরে শীর্ষেন্দু মুখোপাধ্যায় কে ফেলোশিপ তুলে দেন সাহিত্য একাডেমির সভাপতি চন্দ্রশেখর কাম্বার। সাহিত্য অ্যাকাডেমি র সচিব কে শ্রীনিবাস রাও বলেন বহু সম্মানে ভূষিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা শুধু বাংলা ভাষী মানুষদের কাছে নয় সারা দেশে জনপ্রিয়।

 

তাকে ফেলোশিপ দিতে পেরে সাহিত্য অ্যাকাডেমি গর্বিত।(হোল্ড/sync) পুরস্কার পেয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন পুরস্কার তাকে আরো অবনত করে। তার মনে প্রশ্ন তোলে এই সম্মান তার প্রাপ্য কি না। তবে তার লেখা শিশুদের মধ্যে যে জনপ্রিয় টা তাকে উদ্বেলিত করে। জীবনের অবিমিশ্র পথে পরিকল্পনা হিন ভাবে চলতে চলতেই তার লেখক হয়ে ওঠা। (হোল্ড/sync) সাহিত্য অ্যাকাডেমি সাভাঘরে তার সৃষ্টি কাজকর্ম নিয়ে এক আলোচনা সভায় অংশ নেন কবি সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, স্মরঞ্জিত চক্রব্ত্তী প্রমুখ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top